বিনোদন ডেস্ক : ১৯৯১ সালে ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হওয়া মিষ্টি চেহারার মানুষ দুটি হলেন নাঈম ও শাবনাজ। সুপারহিট এই সিনেমা দিয়ে তারকা খ্যাতির মাধ্যমে নব্বইয়ের দশকে দারুণ জনপ্রিয় জুটি ছিলেন তারা। অভিনয় করেছিলেন বেশ কয়েকটি সফল সিনেমায়।
নাঈম-শাবনাজ সিনেমা ছেড়ে দিয়েছেন প্রায় দুই দশক। অথচ এখনো দর্শকের হৃদয়ে ভালোবাসার জায়গা দখল করে আছেন। পর্দায় তাদের রসায়ন যেমন পছন্দ করেছিল সবাই, তাদের দাম্পত্য জীবনের মধুর গল্পেও মুগ্ধ ভক্তরা।
আধুনিক এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নাঈম-শাবনাজ একটি ফেসবুক পেজ পরিচালনা করেন। এর মাধ্যমে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন, নিয়মিত ছবি শেয়ার করেন। শুক্রবার (১৪ জানুয়ারি) একটি কোলাজ করা ছবি আপলোড দেন নাঈম-শাবনাজ। ছবিতে দেখা যাচ্ছে দুটি শিশুকে।
শিশু দুটির পরিচয় পরিষ্কার করা হয়েছে ক্যাপশনে। তারা লিখেছেন, আমাদের দুইজনের বয়স যখন ৬ মাস। অর্থাৎ নাঈম ও শাবনাজ যখন মাত্র ৬ মাস বয়সী ছিলেন, ছবিটি ওই সময়ের। মুহূর্তেই ভক্তদের ভালোবাসাই সিক্ত হতে শুরু করে ছবিটি। ২৯ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে মাত্র ৪ ঘণ্টায়। হাজারের বেশি মন্তব্য। আরও মজার ব্যাপার হলো, ভক্তদের বিভিন্ন মন্তব্যের জবাবও দিয়েছেন তারকাদ্বয়।
এক ব্যক্তি কমেন্টে লেখেন, আপনাদের বাবাদের কাছে ছবি ওঠানোর মতো ক্যামেরা ছিল বলেই কি আপনারা অভিনয়শিল্পী হয়েছেন?” উত্তরে নাঈম বলেন, ‘তাই কী’ হয়! তবে আমাদের পরিবার সাংস্কৃতিক পরিবার। আমাদের পরিবারের সবাই কিছু না কিছুর সঙ্গে জড়িত।
আরেক ভক্ত তো নাঈমের ফোন নাম্বার চেয়ে বসলেন। তাকে তিনি উত্তর দেন, “এই পেজটাই আমার নাম্বার”।
উল্লেখ্য, শফিউল আলম পরিচালিত বিষের বাঁশি সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে জড়ান নাঈম ও শাবনাজ। ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করেন তারা। বিয়ের পর সিনেমা ছেড়ে সংসার জীবনে মনোযোগ দেন এ যুগল। এখন তাদের বেশিরভাগ সময় কাটে টাঙ্গাইলে নাঈমের গ্রামের বাড়িতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।