
তিন মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পশ্চিম তুরস্কের সিনদিরগি শহর। সোমবার স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে অনুভূত হওয়া ৬ দশমিক ১ মাত্রার এই কম্পন আতঙ্ক ছড়ায় ইস্তাম্বুল থেকে জনপ্রিয় পর্যটননগর ইজমির পর্যন্ত। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পশ্চিমাঞ্চলীয় শহর সিনদিরগি, যা ইজমির শহর থেকে প্রায় ১৩৮ কিলোমিটার দূরে। ভূমিকম্পের সময় অনেকেই ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, ভূমিকম্পের পর সতর্কতা হিসেবে তিনটি ভবন ও একটি দোকান থেকে মানুষ সরিয়ে নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই সেগুলো ধসে পড়ে, তবে সৌভাগ্যবশত কেউ আহত বা নিহত হননি।
এর আগে গত ১০ আগস্ট একই অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্পে একজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছিলেন। পাহাড়ি অঞ্চলে অবস্থিত সিনদিরগি এখন ক্রমেই ভূমিকম্পপ্রবণ এলাকায় পরিণত হচ্ছে বলে আশঙ্কা স্থানীয়দের।
তুরস্ক ভয়াবহ ভূমিকম্পের ক্ষত এখনো ভুলে উঠতে পারেনি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে ঘটে ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প, যাতে প্রাণ হারান অন্তত ৫৩ হাজার মানুষ এবং রাজধানী আঙ্কারাসহ বহু অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
চিকিৎসক সংকট মোকাবেলায় ৪৮ তম বিশেষ বিসিএস উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের দাবি
সূত্র: আনাদোলু এজেন্সি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



