সামনে কড়া নাড়ছে ৭৭ তম কান চলচ্চিত্র উৎসব। আগামী ১৪ মে থেকে এই আয়োজন চলবে ২৫ মে পর্যন্ত। এর আগেই শেষ হয়েছে উৎসবের সিনেমার জমা নেওয়ার পালা। এখন অপেক্ষা কবে ঘোষণা করা হবে মনোনয়ন। গতকাল কর্তৃপক্ষ জানিয়েছে উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে Quentin Dupieux পরিচালিত The Second Act সিনেমা।
অনুষ্ঠানে দেখা যাবে জনপ্রিয় ফরাসি অভিনেত্রী লেয়া সেদ্যুকে। ফরাসি বন্ডকন্যার নতুন এই সিনেমা নিয়ে থাকছে অনেক আগ্রহ। কান চলচ্চিত্র উৎসবের প্রতি আসন একটি করে উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়ে থাকে। কাজেই এবার তার ব্যতিক্রম নয় 77 তম কান চলচ্চিত্র উৎসব।
এ দিন উদ্বোধনী চলচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে Quentin Dupieux পরিচালিত The Second Act সিনেমা। ফরাসি তারকারা এবারের কান চলচ্চিত্র উৎসবে সবথেকে জনপ্রিয় তারকা হিসেবে উপস্থিত হবেন। কেননা তাদের তৈরি করা ‘The Second Act’ সিনেমা দিয়ে কান চলচ্চিত্র উৎসবটি শুরু হবে।
লুই ও রাফায়েলের মতো ফরাসি তারকারা এখানে অভিনয় করেছেন। আগামী ১৪ মে ’The Second Act’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার শুরু হবে। এই দিন ফ্রান্সের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কমেডির নতুন ধরণের এ সিনেমাটি। এই সিনেমাটির পরিচালক একই সাথে সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
তিনি এর আগে একাধিক সিনেমা পরিচালনা করেছেন। তিনি বছরে ১৩টি পূর্ণ দৈর্ঘ্য সিনেমা পরিচালনা করেছেন। এর আগে ২০১০ সালে উৎসবে তার দুটি সিনেমা স্থান পেয়েছিল। The Second Act সিনেমাটির আগের তিনটি ভার্সন অলরেডি রিলিজ করা হয়েছে।
সিনেমাটির দৈর্ঘ্য 1 ঘন্টা 16 মিনিট। সিনেমাটির মাধ্যমে উঠে আসবে এক ভিন্ন ধরনের গল্প। আগামী ১৪ মে উৎসবটির পর্দা উঠতে যাচ্ছে। এক ফরাসি অভিনেত্রীর মাধ্যমে উৎসবকে সঞ্চালনা চলতে থাকবে। তিনি একে একে তারকাদের মঞ্চে স্বাগত জানাবেন। এমনকি বারবি সিনেমার পরিচালক কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন। ফ্রান্সের টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। এমনকি The Second Act সিনেমাটি ফ্রান্সের অনেক প্রেক্ষাগৃহে দেখানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।