জুমবাংলা ডেস্ক : বিজিএমইএ সদস্যভুক্ত পোশাক কারখানার ৭৮ ভাগ শ্রমিকের মার্চের বেতন পরিশোধ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় একথা জানান তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন- বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।
করোনাভাইরাসের কারণে বৃহস্পতিবারের (১৬ এপ্রিল) মধ্যে সব পোশাক শ্রমিকের মার্চের বেতন পরিশোধ করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কড়া নির্দেশনা রয়েছে।
বিজিএমইএ জানায়, সংগঠনটির সদস্যভুক্ত ২ হাজার ২৭৪টি কারখানার মধ্যে ১ হাজার ১৮৬টি কারখানায় বেতন পরিশোধ করা হয়েছে। এতে ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ জন শ্রমিকের মধ্যে বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত মার্চ মাসের বেতন পেয়েছে ১৯ লাখ ১৯ হাজার ৬শ’ শ্রমিক।
এতে বলা হয়, দু-একটি ছোট কারখানা এখনো বেতন পরিশোধ করেনি। ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৩৭২টি কারখানার মধ্যে ২০১টি, গাজীপুরে ৮১৮টির মধ্যে ৪৩২টি, সাভার-আশুলিয়ায় ৪৯১টির মধ্যে ২৪৩টি, নারায়ণগঞ্জের ২৬৯টির মধ্যে ১১৮টি, চট্টগ্রামের ৩২৪টির মধ্যে ১৫৬টি ও প্রত্যন্ত অঞ্চলের ৪২টি কারখানার মধ্যে ৩৬টির বেতন দেয়া হয়েছে।
অন্যদিকে, বুধবার সকালে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। বেশিরভাগ শ্রমিক বেতন ভাতা পাননি বনে জানিয়েছেন শ্রমিক নেতারা। সরকারি নির্দেশনা মোতাবেক ১৬ মার্চের মধ্যে বেতন ভাতা পরিশোধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
তথ্যসূত্র : সময়টিভি
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel