জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর দুমকিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ গ্রহন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৭জন চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগ দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম স্বাক্ষরিত চিঠিতে এ বহিষ্কার আদেশ প্রদান করা হয়।
আদেশে বলা হয়- বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটি ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক আপনাকে ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু আপনি মনোনয়নপত্র প্রত্যাহার না করে প্রার্থিতা বহাল রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক আপনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হল।