বিনোদন ডেস্ক : মায়ের ভূমিকায় তার বিকল্প নেই। বহু নাটকে তার মাতৃত্ব ছুঁয়ে গেছে দর্শকের হৃদয়। বিশেষ করে বলা যেতে পারে ‘নক্ষত্রের রাত’ নাটকের নাম। এখানে তিনি জাহিদ হাসান, শমী কায়সার, আজিজুল হাকিম ও লাকী ইনামের মায়ের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন। ৫১ বর্তী, রুপনগর নাটকগুলোও অন্যতম।
বলছি কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের কথা। আজ ১৯ জুন এই অভিনেত্রীর জন্মদিন। এবারে তিনি ৮০ বছরে পা রাখলেন। জীবনের উনসত্তর বসন্ত পেরুলেও বিশেষ কোনো আয়োজন নেই বলে জানান একুশে পদকপ্রাপ্ত এই অভিনেত্রী। জন্মদিন উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘জন্মদিন কখনও ঘটা করে পালনের পক্ষপাতী নই।
৮০ বছরেও সুস্থ আছি, ভালো আছি- এটাই ভালো লাগার। এই দীর্ঘ চলার পথে মানুষের ভালোবাসা পেয়েছি। যেজন্য সবার কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, মনটা ভালো নেই। সিলেট-সুনামগঞ্জে বন্যায় লাখো মানুষ ভীষণ দুর্ভোগ পোহাচ্ছেন। সৃষ্টিকর্তার কাছে বন্যার দুর্ভোগ কমানোর জন্য দোয়া চাইছি।’
১৯৬৬ সালে ‘ত্রিধরা’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন দিলারা জামান। নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। নব্বই দশকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’ এবং হুমায়ূন আহমেদের পূর্ণদৈর্ঘ্য ছবি ‘আগুনের পরশমণি’তে দেখা গেছে তাকে। পরবর্তীতে ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ ও ‘মনপুরা’ ছবিগুলোতে তার অভিনয় দর্শকদের মন ভরিয়েছে।
পদ্মা সেতুতে বিশ্বের সবচেয়ে দামি সিমেন্ট, প্রতি বস্তার দাম যত টাকা
১৯৯৩ সালে শিল্পকলায় অবদানের জন্য একুশে পদকে ভূষিত হন দিলারা জামান। ২০০৮ সালে ‘চন্দ্রগ্রহণ’ ছবির ময়রা মাসী চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।