জুমবাংলা ডেস্ক: ৮০ বছর পর ফের যজম হাতির জন্ম নিয়েছে দেশটিতে। সংরক্ষিত পরিবেশে যমজ হাতির শাবক জন্মকে বিরল ঘটনা বলে মনে করা হচ্ছে।
এর আগে ১৯৪১ সালে শ্রীলঙ্কায় সংরক্ষিত পরিবেশে জন্ম নিয়েছিল যমজ হাতি শাবক।
শুধু শ্রীলঙ্কা নয়, বিশ্বেই হাতির যমজ শাবক প্রসবের ঘটনা বেশি নেই বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে ২৫ বছর বয়সী একটি হাতি ওই শাবক দুটির জন্ম দেয় বলে বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
মা ও বাচ্চারা ভালো আছে বলে পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজের প্রধান রেণুকা বন্দরনায়েকে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন। বাচ্চাগুলো আকারে একটু ছোট হলেও একদম সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি।
সুরঙ্গী নামের ওই হাতিটি এর আগে ২০০৯ সালে একটি শাবকের জন্ম দিয়েছিল। এই নিয়ে দ্বিতীয়বার প্রসব করল সুরঙ্গী। শাবকগুলোর বাবা ১৭ বছর বয়সী পান্ডুও ওই এলিফ্যান্ট অরফানেজের সদস্য। ওই এলিফ্যান্ট অরফানেজে বর্তমানে ৮১টি হাতি রয়েছে। ঝুঁকিতে থাকা বন্য হাতিদের জন্য ১৯৭৫ সালে ওই এলিফ্যান্ট অরফানেজ প্রতিষ্ঠা করা হয়।
দর্শনার্থীদেরও ওই এলিফ্যান্ট অরফানেজে প্রবেশের অনুমতি থাকলেও করোনার কারণে তা বন্ধ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।