জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম বন্দরের বিশেষায়িত নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) ভিড়েছে পাকিস্তান থেকে সরাসরি আসা আলোচিত জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং। রোববার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাহাজটি এনসিটিতে বার্থিং নেয়। এই জাহাজে মোট ৮১১টি (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের) কন্টেইনার আছে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানে রিজেন্সি লাইনস লিমিটেড। প্রতিষ্ঠানের পরিচালক আনিস উদ দৌলা বলেন, শুক্রবার জাহাজটি বাংলাদেশের জলসীমায় পৌঁছে। শনিবার জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়ে। আজ (রোববার) দুপুরে এনসিটিতে বার্থিং নেয়।
বন্দর সূত্র জানায়, সরাসরি আসা জাহাজটি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে ৮১১ কন্টেইনার ভর্তি পণ্য আনা হয়েছে। যার মধ্যে ৮৬ শতাংশ পণ্য পাকিস্তান এবং ১৪ শতাংশ পণ্য আরব আমিরাত থেকে আনা হয়েছে। জাহাজটিতে চিনি ভর্তি ২৮৫ কন্টেইনার আছে। এতে আছে ১ লাখ ৪৮ হাজার ২০০ ব্যাগে প্রায় সাড়ে ৭ হাজার টন চিনি। এছাড়াও কাঁচামাল ডলোমাইট, সিমেন্ট তৈরির কাঁচামাল সোডা অ্যাশ,কাপড়ের রোল, আলু ও আখের গুড় আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।