
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি বছর তৃতীয়বারের মতো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকায় দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চলতি বছর তৃতীয় দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার তালিকা প্রকাশের সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমদ জানান, দেশে বর্তমানে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার নিবন্ধিত আছেন। গতবারের তুলনায় ভোটার বৃদ্ধির হার ৩ দশমিক ২০ শতাংশ।
ইসির তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে—
পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন
নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন
হিজড়া ভোটার: ১ হাজার ২৩৪ জন
ভোটার বৃদ্ধির হারে নারীরা এগিয়ে। সচিব জানান, পুরুষ ভোটার বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ২৯ শতাংশ, আর নারী ভোটার বৃদ্ধি ৪ দশমিক ১৬ শতাংশ। তবে সংখ্যার দিক থেকে এখনও পুরুষ ভোটারই বেশি, যা নারীদের তুলনায় ১৯ লাখ ৩৫ হাজার ৮৬৫ জন বেশি।
ইসি বলছে, নির্বাচনের আগে সর্বশেষ হালনাগাদ করতে পর্যায়ক্রমে আরও কাজ চলছে, যাতে মাঠপর্যায়ের ভোটার তথ্য শতভাগ সঠিক থাকে।
ইসি কর্মকর্তারা জানান, চলতি বছর ২ মার্চ ইসির দেওয়া তথ্য অনুযায়ী দেশে ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৬ জন এবং ৯৯৪ জন হিজড়া ভোটার ছিলেন। সে হিসেবে গত আট মাসে ভোটার বেড়েছে ৩৯ লাখ ৬২ হাজার ৯০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ১৪ লাখ ৫৩ হাজার ২৯২ জন, নারী ভোটার বেড়েছে ২৫ লাখ ৯ হাজার ৩৭৬ জন এবং এ সময়ে হিজড়া ভোটার বেড়েছে ২৪০ জন। যেসব তরুণ-তরুণী ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, ফলে তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। বর্তমান বছরে নির্বাচন কমিশন তৃতীয় বারের মতো ভোটার তালিকা হালনাগাদ করল—প্রথম তালিকা ২ মার্চ, দ্বিতীয়টি ৩১ আগস্ট এবং তৃতীয়টি মঙ্গলবার প্রকাশ করল কমিশন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারস ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। সে হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনের পর ভোটার বেড়েছে ৮০ লাখ ৩ হাজার ৫৫০ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। ইসির পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে—ডিসেম্বরের প্রথমার্ধে তপসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার প্রস্তুতি সম্পন্ন করে রাখছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



