
আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে মাত্র ৮ সেকেন্ডের জন্য কোয়ারেন্টাইনের বিধিনিষেধ অমান্য করায় এক ব্যক্তির জরিমানা হয়েছে প্রায় তিন লাখ টাকা। খবর সিএনএন’র।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, এক ব্যক্তি মাত্র আট সেকেন্ডের জন্য কোয়ারেন্টাইনের বিধিনিষেধ ভঙ্গ করায় তাইওয়ান কর্তৃপক্ষ তাকে বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৯৬ হাজার ৮৯০ টাকা জরিমানা করেছে।
জানা যায়, ওই ব্যক্তি ফিলিপাইন থেকে আসা একজন প্রবাসী শ্রমিক, যিনি কাওসিয়াং শহরের এক রুমে কোয়ারেন্টাইনে ছিলেন। ওই শহরের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওই ব্যক্তি তার রুম থেকে কয়েক সেকেন্ডের জন্য বের হওয়ায় তার জরিমানা হয়েছে।
তাইওয়ানের কোয়ারেন্টাইন নিয়ম অনুসারে, কোয়ারেন্টাইনে থাকাকালীন কোনও ব্যক্তি কোনভাবেই তার রুমের বাইরে বের হতে পারবে না।
সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, কাওশিইয়াং শহরে প্রায় কোয়ারেন্টাইনের জন্য ৩ হাজার রুম আছে।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭১৬ জন। মারা গেছেন ৭ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।