বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। খুব অল্প সময়েই অভিনয় দক্ষতা আর মিষ্টি হাসিতে নজর কেড়েছেন সিনেমাপ্রেমীদের। গত ১৫ আগস্ট বিশ্বের ৩ হাজার পর্দায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘স্ত্রী টু’।
অমর কৌশিক পরিচালিত এ সিনেমাটি ৯০০ কোটির ঘর ছুঁতে চলেছে বক্সঅফিসে। কমেডি-হরর ঘরানার এ সিনেমায় শ্রদ্ধার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও।
চলতি বছরে বেশ কয়েকটি হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার মধ্যে ‘স্ত্রী টু’ রয়েছে শীর্ষে। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান ও জ্যোতি দেশপান্ডে।
জানা গেছে, ৭৮.১৯ কোটি রুপি (১১০ কোটি ৮৬ লাখ টাকার বেশি) বাজেটে নির্মিত হয়েছে ‘স্ত্রী টু’। মুক্তির ১৫তম দিনে বক্সঅফিসের আয় খানিকটা কমলেও এর জয়রথ থামেনি।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ১৫ দিনে শুধু ভারতে ‘স্ত্রী টু’ এখন পর্যন্ত আয় করেছে ৫১৭.২৫ কোটি রুপি।অন্যদিকে বিদেশে আয় করেছে ১০০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৬১৭.২৫ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৮৮০ কোটি ৭৫ লাখ টাকারও বেশি।
প্রসঙ্গত, শ্রদ্ধা-রাজকুমার ছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন— পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জি, মুশতাক খান প্রমুখ। এ ছাড়াও সিনেমাটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন, অক্ষয় কুমার, তামান্না ভাটিয়া, বরুণ ধাওয়ান প্রমুখ।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel