জুমবাংলা ডেস্ক : ঋণ কর্মসূচিতে ৯০০ জন মাঠ কর্মকর্তা নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)। লাগবে না কাজের পূর্ব অভিজ্ঞতা। নিয়োগপ্রাপ্তদের দেওয়া হবে উচ্চ বেতনসহ অন্যান্য আর্থিক সুবিধা। মাঠ কর্মকর্তা গ্রেড-১ পদে ৫০০ জন নিয়োগ পাবে।
আবেদনের যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস। ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে বয়স ২২ থেকে ৩২ বছর। মাঠ কর্মকর্তা গ্রেড-২ পদে ৪০০ জন নেবে। যোগ্যতা এইচএসসি বা সমমানের পাস।
৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে বয়স ২০ থেকে ৩২ বছর। দুই পদের ক্ষেত্রেই ঋণ কার্যক্রমে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
কাজের ধরন
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) পরিচালক (প্রশিক্ষণ ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আব্দুস সালাম বলেন, ‘মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)সহ সরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সনদ ও রেজিস্ট্রেশনপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা বিজ সারা দেশে ২৪টি জোনের ২৮৪টি শাখায় কার্যক্রম পরিচালনা করছে। ক্ষুদ্রঋণ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তাসহ আরো বেশ কিছু খাতে আমাদের প্রায় তিন হাজার ৫০০ কর্মী রয়েছে।
এবারে আমরা ঋণ কার্যক্রমে ৯০০ কর্মী নেব। যাদের মূল কাজ হবে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি অফিস গঠন, সমিতি অফিস পরিচালনা, সঞ্চয় সংগ্রহ, ঋণ লেনদেনসহ সমিতির সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় আগ্রহী করে তোলা।’
আবেদন যেভাবে
পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ), বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) প্রধান কার্যালয়, বাড়ি-নং ৮/বি, রোড নং-২৯, গুলশান-১, ঢাকা-১২১২ বরাবরে নিজ হাতে আবেদন লিখতে হবে। আবেদনপত্রে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রার্থীর রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি যুক্ত করতে হবে। আবেদন খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
দুই পদের প্রার্থীরা আগামী ২৫ জানুয়ারি ২০২৪ অফিস চলাকালীন পর্যন্ত আবেদন পাঠাতে পারবে।
নিয়োগ পরীক্ষার ধরন
বিজের পরিচালক আব্দুস সালাম জানান, মাঠ কর্মকর্তা পদে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ে আমরা ১০০ নম্বরের লিখিত ও ৫০ নম্বরের ভাইভা এই দুই ধরনের পরীক্ষা নিই।
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা
দুই পদের ক্ষেত্রেই প্রশিক্ষণকাল এক মাস এবং শিক্ষানবিশকাল তিন মাস। শিক্ষানবিশকাল শেষে স্থায়ীকরণ করা হলে সংস্থার বেতন কাঠামো অনুসারে মাঠ কর্মকর্তা গ্রেড-১-এর জন্য ২৮ হাজার থেকে ৩৫ হাজার টাকা এবং মাঠ কর্মকর্তা গ্রেড-২-এর জন্য ২৬ হাজার থেকে ৩২ হাজার টাকা মাসিক বেতন দেওয়া হবে। মাসিক বেতন ছাড়াও উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স ইনসেনটিভ, গ্রুপবীমা, দূরত্ব ভাতা, মোবাইল ভাতা, র্দীঘমেয়াদি চাকরি হলে পেনশন সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধিসহ অন্যান্য সুবিধা। রয়েছে বিনা খরচে একক আবাসন সুবিধাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।