Views: 108

অর্থনীতি-ব্যবসা জাতীয় শেয়ার বাজার

৯৪ শতাংশ কোম্পানির শেয়ার দর কমে ভয়াবহ পতন

পুঁজিবাজার ডেস্ক : আজ সোমবার (১৬ মার্চ) স্মরণকালের দ্বিতীয় বড় দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ১৯৬ পয়েন্ট বা ৪ শতাংশ। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৯৪ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। এদিকে ডিএসইতে আজ লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।

ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসইএক্স ১৯৬ পয়েন্ট কমে ৩ হাজার ৭৭২ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচকটি ৫২ দশমিক ৩৪ পয়েন্ট বা ৫ শতাংশ কমে ৮৭৪ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ৫ শতাংশ বা ৬৮ পয়েন্ট কমে এক হাজার ২৬৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে আজ ৪০৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৩২ কোটি ৯৪ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩৭৩ কোটি ৬৯ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৩৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৭৬ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share:আরও পড়ুন

চলমান লকডাউনের মধ্যে শপিংমল ও বাণিজ্যবিতান খোলা রাখার ঘোষণা

rony

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে এবার যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

rony

ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লায় আজ ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে

mdhmajor

রিমান্ড শেষে কারাগারে বাবুল আক্তার, দেননি স্বীকারোক্তিমূলক জবানবন্দি

mdhmajor

জাতির পিতার পরিবারের সদস্যরা পাবেন এসএসএফের নিরাপত্তা

rony

পুলিশের অতিরিক্ত আইজি হলেন ৪ কর্মকর্তা

mdhmajor