জুমবাংলা ডেস্ক : সারা দেশে গণ টিকাদান কর্মসূচি শুরুর ৯ম দিনে ভ্যাকসিন নিয়েছেন ২ লাখ ২৬ হাজার ৯০২ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ৩৪ হাজার ৪৪ জন। যা নয়দিনের মধ্যে সর্বোচ্চ। মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার বিকাল ৬টা পর্যন্ত করোনার টিকা নিতে নিবন্ধন করেছেন প্রায় ২২ লাখ ৯৮ হাজারের কিছু বেশি। আর এ পর্যন্ত টিকা নিয়েছেন ১৩ লাখ ৫৯ হাজার ৬১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেয়া হয় ২৬ জনকে।