বিনোদন ডেস্ক : ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে মহেন্দ্র সিং ধোনির প্রেমিকা তথা স্ত্রী’র ভূমিকায় অভিনয়ের পর আর পিছু ফিরে তাকাতে হয়নি কিয়ারা আডবানিকে। তারপর ওয়েব সিরিজ হোক বা শাহিদের বিপরীতে, তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের। তিনি নিজেও আশাবাদী যে, তাঁর কেরিয়ার এবার ঠিকঠাকভাবেই এগোবে। তাঁর হাতে এই মুহূর্তে রয়েছে ব্লকবাস্টার মুভি ‘ভুলভুলাইয়া’র সিকুয়েল। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ওই ছবির সিকুয়েল ‘ভুলভুলাইয়া ২’-এ কিয়ারার বিপরীতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান।
সূত্রের খবর, আগামী অক্টোবর মাস থেকে সম্ভবত এই ছবির শুটিং শুরু হচ্ছে। ছবিটি এখন প্রি-প্রোডাকশন স্টেজে রয়েছে। গত মাসে প্রযোজক ভূষণ কুমার সিকুয়েলের কথা ঘোষণা করে টুইটারে লিখেছিলেন, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা করছি দুর্দান্ত একটা দল নিয়ে ‘ভুলভুলাইয়া ২’-এর জন্য তৈরি। আমি এর অপেক্ষায় রয়েছি। ২০২০ সালের ৩১ জুলাই ছবিটি মুক্তি পাবে। বিস্তারিত খুব শীঘ্রই জানানো হবে। ‘দ্য হান্টিং কমেডি রিটার্নস’ ট্যাগলাইন দিয়ে তিনি দু’টি পোস্টারও শেয়ার করেছেন। পোস্টারে দেখা যাচ্ছে, ‘ভুলভুলাইয়া’য় অক্ষয়ের পোশাকের মতোই কার্তিক গেরুয়া পোশাক পরেছেন আর চোখে চশমা।
উত্তেজিত কার্তিক বলেন, ‘‘কমেডি অতিপ্রাকৃত থ্রিলার ভুলভুলাইয়া সবসময় আমার অন্যতম পছন্দের একটা সিনেমা। আমি বিশেষ করে অক্ষয় কুমারের একজন বড় ভক্ত। তাই ‘ভুলভুলাইয়া ২’-এ অভিনয় করতে পেরে আমি খুবই খুশি। ভুলভুলাইয়ার ফ্র্যাঞ্চাইজি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বড় দায়িত্ব আমার কাঁধে। খুব ভাল একটা চিত্রনাট্য আর অনীশ স্যার (বাজমি) এটাকে এক অন্য পর্যয়ে নিয়ে গিয়েছেন।’’ তিনি ওই মুভির একটা স্টিল ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ভূতের গুরুকে নিয়ে ঢুকতে সবাই প্রস্তুত। হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।