‘‌‌ভারতে আবারও ক্ষমতায় আসছেন মোদী’

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন।

চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস’র এক নিবন্ধে বলা হয়েছে, মোদীকে ছাপিয়ে প্রধানমন্ত্রীর পদে বসতে পারে এমন নেতা এই মুহূর্তে ভারতে নেই। বিরোধীদের থেকে বিজেপির সংগঠন অনেক শক্তিশালী। তাই তাদের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

গ্লোবাল টাইমসে প্রকাশিত সেই নিবন্ধে বলা হয়েছে, ভারতে ১১ এপ্রিল থেকে নির্বাচন চলছে এবং সকলের চোখ ২৩ মে’র ফলাফলের দিকে। মোদীর ভারতীয় জনতা পার্টি ফের ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। বিজেপির ফান্ডিং শক্তি এবং সংগঠনের ক্ষমতা বিরোধীদের থেকে অনেক বেশি শক্তিশালী। উল্লেখ্য, ভারত এবং চীনের মধ্যে অনানুষ্ঠানিক শীর্ষ বৈঠকের এক বছর উপলক্ষ্যে চীন এক সপ্তাহব্যাপী উৎসবের মেজাজে রয়েছে।

গত বছর ২৭-২৮ এপ্রিল মোদী-জিনপিংয়ের মধ্যে বৈঠক হয়েছিল। এদিকে ভারতে এ উপলক্ষ্যে “রঙিন ভারত” শীর্ষক প্রদর্শনী চালু করেছে। এতে নৃত্য প্রদর্শনী, ছবির প্রদর্শনী থেকে স্থিরচিত্র এবং পর্যটন ও অন্যান্য বিষয়ও রয়েছে।