অকৃতজ্ঞ বেইমান
মুহাম্মদ শফিকুল কবীর
বাংলা বিহার উড়িষ্যা
অকৃতজ্ঞ বেইমান মীর জাফর আলী খা।
সুশীতল লক্ষ্যা যতো দিন রবে বহমান
বেইমান অকৃতজ্ঞের হবে না অবসান।
ভেনিস শহরের অদূরে ভূমধ্যসাগরের বুকে
রহস্যময় আছে এক দ্বীপ পলভেজলিয়া
১৪০০ শতকে করোনার পূর্বরূপ বিউবোনিক প্লেগ
দীপান্তরীত করিত শনাক্ত রোগীদের
দুই হাজার ঊনিশে করোনা রূপ নিয়েছে হেমক বিষে
করোনার রুপ আমরা ধরেছি ছয়শত বছর পরে
বিনাশী মহামারী জানি একদিন হবে নিপাত
মানবজাতি স্মরণ করবে এ ইতিহাস
আইসোলেশন, কোয়ারেন্টাইন, হাইবারনেশন।
কিন্তু বেইমান অকৃতজ্ঞের রুপ চিনবো কেমনে ?
এমন বিজ্ঞানী পয়দা হবে কি দুনিয়াতে ?
যারা বেশি বিত্তবান ও ক্ষমতাবান তারাই কী অকৃতজ্ঞ বেইমান ?
কবে আবিষ্কার হবে
বেইমান শনাক্ত যন্ত্রে !
নয়তো সরল মানুষ কষ্ট পাবে বেইমানের মন্ত্রে।
অটুট রবে অকৃতজ্ঞ বেইমানের মায়াজালের ফাঁদ
করোনার মহামারী ভয়াবহ বিনাশী
অকৃতজ্ঞ বেইমান অবিনাশী !
লেখক : মুহাম্মদ শফিকুল কবীর
সাংবাদিক ও কবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।