আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভ্যাঙ্কুবার দ্বীপের জেলেরা নৌকায় চড়ে বেরিয়েছিলেন স্যামন মাছ ধরতে। মাছ ধরার সময় তারা দেখতে পান, একটি ঈগল পানিতে ডুবছে। সেটা দেখে তারা নৌকা নিয়ে এগিয়ে যান। সেখানে যাওয়ার পর তারা দেখতে পান, একটি অক্টোপাস তার শুঁড় দিয়ে পেঁচিয়ে ধরে রেখেছে ঈগলটিকে।
সেই দৃশ্য দেখে ঈগল বাঁচাতে উদ্যোগী হন তারা। সাবধানে অক্টোপাসের শুঁড়ের প্যাঁচ থেকে ঈগলটিকে বের করে নিয়ে আসেন তারা। ওই ঘটনার ভিডিও ধারণ করেছিলেন নৌকাতে থাকা জেলেদের মধ্যেই একজন। সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে দেখা যায়, নৌকা থেকেই লাঠি দিয়ে ঈগলকে অক্টোপাসের কবল থেকে বের করে আনছেন জেলেরা। শেষ পর্যন্ত সেই কাজে সফল হন তারা। কোনো আঘাত ছাড়াই ঈগলটিকে মুক্ত করেন। যদিও ঈগলটি অসুস্থ কি না, বা কিভাবে ঈগলটি অক্টোপাসের খপ্পরে পড়ল, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।