অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ বলিউডের দুই অ্যাকশন তারকা । এবার তারা একসঙ্গে আসছে বড় চমক নিয়ে। আলী আব্বাস জাফর পরিচালিত ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’র রিমেকে অভিনয় করতে যাচ্ছেন দুজনে।
এ সিনেমাটিতে মূল অভিনেতা ছিলেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন এবং গোবিন্দ। তাদের কমেডি ধাঁচের সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে ছিলো বলি পারায়। সিনেমাটি ১৯৯৮ সালে রিলিজ হয়। বক্স অফিস হিট সিনেমা এটি। এতে ছিলেন রাভিনা ট্যান্ডন।
ভারতীয় এক গণমাধ্যমে জানায়, প্রোডাকশন হাউস পূজা এন্টারটেইনমেন্ট রবিবার (৬ ফেব্রুয়ারি) এ সিনেমা নিয়ে অফিসিয়ালি ঘোষণা দেবেন।
প্রথমবারের মতো বলিউড দুই তারকা একসঙ্গে কাজ করবেন। তাদের ভক্তদের অপেক্ষা করতে হবে এই বিগ ধামাকার জন্য। পরিচালক এরইমধ্যে সিনেমাটি নিয়ে বেশ আশায় আছেন।
এদিকে দুই অভিনেতাই ব্যস্ত সময় পার করছেন। অক্ষয় কুমারের হাতে আছে পৃথ্বীরাজ, রাম সেতু, বচ্চন পান্ডে, গোর্খা, রাতসাসন রিমেক, মিশন সিন্ডারেলা, রক্ষা বন্ধনসহ বেশ কয়েকটি সিনেমা।
অন্যদিকে টাইগার শ্রফের হাতে রয়েছে হিরোপান্তি ২, বাঘি ৪ এবং গণপথ পার্ট ১।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.