দেশজুড়ে সারাদিন ধরে চলা অগ্নিকাণ্ড আতঙ্কের মধ্যে রাতেই আগুন লাগে পর্যটন শহর কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ)-তে।
শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কক্সবাজার পৌর শহরের কলাতলী ডলফিন মোড়স্থ বিশ্ববিদ্যালয়ের ভাড়া ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ে আগুন লাগার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। ফলে দমকলকর্মীদের কাজ করতে বেগ পেতে হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম বলেন,“ইসলামিক স্টাডিজ বিভাগের একটি কম্পিউটারের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এর আগে একই দিনে দেশের বিভিন্ন স্থানে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে—শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ইপিজেডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগুনের ঘটনায় সারাদেশেই তৈরি হয় আতঙ্কের পরিবেশ। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে আগুন লাগার ঘটনাও শহরজুড়ে উদ্বেগ ছড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।