বিনোদন ডেস্ক : ২০২১এই সাতপাকে বাঁধা পড়তে পারেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। টলিউডের অন্দরে কান পাতলে এখন এমন খবরই শোনা যাচ্ছে। সম্প্রতি, টুইটার পোস্টেও নিজের বিয়ের খবর জানিয়েছিলেন অঙ্কুশ নিজেই।
সম্প্রতি, অনির্বাণ ভট্টাচার্যকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন অঙ্কুশ। লেখেন, ”শুভেচ্ছা বন্ধু, তোমাকে দেখে ঠিক করলাম আমিও সেরে ফেলি। শীঘ্রই তোমার দলে যোগ দিচ্ছি। তুমি তোমার মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।” আর এতেই অঙ্কুশের বিয়ের জল্পনা আরও বেশি করে ছড়িয়ে পড়ে।
বিয়ের আগেই বুধবার পরিবারে নতুন সদস্য আসার খবর দিলেন অঙ্কুশ। না, অন্য কিছু ভাবার কারণ নেই। অঙুশ-ঐন্দ্রিলার পরিবারে নতুন সদস্যটি হল তাঁদের নতুন কেন গাড়ি।
নতুন কেনা গাড়ির ছবি পোস্ট করে অঙ্কুশ লেখেন, ”New member in the family .. ”
নতুন কেনা গাড়ির ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেনও। বিয়ের আগেই বিলাসবহুল স্কোডা কিনে ফেলেছেন তাঁরা।
অঙ্কুশ-ঐন্দ্রিলাকে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার সহকর্মীরা।
টলিপাড়ায় অঙ্কুশ ও ঐন্দ্রিলা সেনের প্রেমের কথা অবশ্য সকলেরই জানা। তাঁরা কোনওদিন নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরিও খেলেন না। তাই ২০২১ এ যদি সত্যিই অঙ্কুশ-ঐন্দ্রিলা সাতপাকে বাঁধা পড়েন, তাহলে অবাক হওয়ারও কিছু নেই। প্রসঙ্গত, খুব শীঘ্রই ‘ম্যাজিক’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।