জুমবাংলা ডেস্ক : ২৪ ক্যারেটের ২টি স্বর্ণের বার আনার ঘোষণা দিলেন যাত্রী। এরপর ফরম পূরণ, ট্যাক্স জমাসহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ না করেই মোবাইল ফোনে কথা বলতে বলতে বিমানবন্দর ছাড়ছিলেন তিনি।
টার্মিনালের ৩ নম্বর গেট পার হওয়ার আগেই বিমানবন্দর এনএসআই টিমের সন্দেহ হয়। পেছন থেকে ডাকা হলো। না শোনার ভান করে এগোচ্ছিলেন যাত্রী। এরপর চ্যালেঞ্জ করা হলো তাকে, অবৈধ পণ্য রয়েছে। একজন কর্মকর্তা যাত্রীর মোবাইলটি হাতে নিয়ে বিস্মিত! মোবাইল স্ক্রিন নিষ্ক্রিয়৷ সিমের সংযোগ নেই। ফোনটি বন্ধ, কিন্তু ওজনে একটু ভারী। কাভার খুলতেই বেরিয়ে এলো স্বর্ণের একটি বারকে পাতলা করে রাখা পাতটি।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৪৮ ফ্লাইটে দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রী আবদুল কাদের রেজওয়ানের কাছ থেকে এভাবেই স্বর্ণের বার উদ্ধার করা হলো। তিনি নগরের কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা।
বিমানবন্দরে দায়িত্বরত একজন কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী স্বর্ণ বা শুল্কযোগ্য পণ্য আনলে যাত্রীরা ঘোষণা দিয়ে কর পরিশোধ করলেই ছাড়িয়ে নিতে পারেন। এ যাত্রী দুইটি বারের ঘোষণা দিয়ে আরেকটি কৌশলে পাচারের চেষ্টা করেছিলেন৷ তাই তাকে শুল্ককরের পাশাপাশি জরিমানাও দিতে হবে।
এদিকে হাটহাজারীর মো. হাবিব উল্লাহ নামের আরেকজন দুবাই থোে আসা যাত্রীর ব্যাগে ১৫০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।