জুমবাংলা ডেস্ক :: প্রশ্ন: এক লোক অজুতে প্রতিটি অঙ্গ অন্তত চার থেকে পাঁচবার করে ধৌত করে। এ ছাড়া নাকি তার মন পরিতৃপ্ত হয় না। এভাবে নিয়মিত তিন বারের অধিক ধোয়ার অভ্যাস কী সঠিক?
-মো. খলিল ভূঁইয়া, সোনাকান্দা, মুরাদনগর, কুমিল্লা
উত্তর: অজুর অঙ্গগুলো তিনবার করে ধোয়া সুন্নত। তাই তিনবার ধোয়ারই অভ্যাস করতে হবে। তিন বারের অধিক ধোয়ার অভ্যাস করা উচিত নয়। আর তিনের অধিক ধোয়াকে উত্তম মনে করে এর ওপর আমল করা গোনাহ। পক্ষান্তরে তিনবার ধোয়ার পরও কোনো স্থানে পানি পৌঁছার ব্যাপারে সন্দেহ হলে সে স্থানটি আবার ধুয়ে নেবে। তবে শুধু সন্দেহ, মনের তৃপ্তির জন্য এরূপ করবে না। খুলাসাতুল ফাতাওয়া : ১/২২
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।