জুমবাংলা ডেস্ক : বৃহস্পতিবার হতে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। একজন পরীক্ষার্থী যেখানে পরীক্ষার দিয়ে এসে শুয়ে বসে বা বন্ধুদের সাথে আড্ডায় সময় কাটায়, সেখানে রবিন অটোরিকশা নিয়ে নেমে পড়েছে রাস্তায়।
বলছিলাম কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলার দক্ষিণ মুমিরদিয়া গ্রামের মো. রমজান আলীর ছোটে ছেলে রবিন মিয়া (১৬)। হাজেরা সুলতানা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে রবিন।
সরেজমিনে এলাকায় গিয়ে জানা গেছে, কটিয়াদী উপজেলার দক্ষিণ মুমিরদিয়া গ্রামের মো. রমজান আলীর তিন ছেলে ও এক মেয়ে রবিন। সে সবার ছোট তাই অনেক আদরের। কিন্তু মধ্যবিত্ত পরিবার ছেলে হওয়ায় লেখাপড়ার পাশাপাশি বাবার সাথে কৃষি কাজও করতে হয় মাঝে মধ্যে। ছোট বেলা থেকেই সবার সাথে মিশুক ও শিক্ষকদেরও প্রিয় ছাত্র রবিন। গতকাল বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় দিয়েই সে রাস্তায় বের হয় অটোরিকশা নিয়ে। নিজের হাত খরচের পাশাপাশি পরিবারেও জোগান দিতে তার এই চেষ্টা।
রাস্তায় কথা হয় এসএসসি পরীক্ষার্থী রবিন মিয়া জানান, কালকে প্রথম পরীক্ষা ছিল বাংলা প্রথমপত্র। পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা দিয়েই বাড়িতে এসে জামা পাল্টিয়েই বেড় হয়ে পড়ি অটোরিকশা নিয়ে। নিজের হাত খরচের পাশাপাশি পরিবারেও হাল ধরতেও চেষ্টা করি। এছাড়াও কৃষি কাজে বাবাকে সহায়তা করতে চেষ্টা করি। আমি যদি পরিবার থেকে একবার একশো টাকা নেই তাইলে পরে আবার টাকা চাইলে কিভাবে দিবে সেই চিন্তা করেই আমার এই চেষ্টা। এছাড়াও লেখাপড়ার পাশাপাশি নিজের খবর যোগাড় করতে অটোরিকশা চালাতে আমার কোনো লজ্জা লাগে না।
রবিনের বাবার মো. রমজান মিয়া বলেন, রবিন পড়াশোনার পাশাপাশি সে অটোরিকশা চালিয়ে আয় করে। তার বাজে কোনে অভ্যাস নেই। সময় পেলেই সে কাজ করে। আমি রবিনের জন্য সবার কাছে দোয়া চাই সে যেনো জীবনে বড় হতে পারে।
মুমুরদিয়া ইউনিয়নের নারী ইউপি সদস্য শামীমা আক্তার শাম্মী বলেন, আমাদের পাশের বাড়ি রবিন খুব ভালো ছেলে। পড়াশোনা করে এবং সময় পেলে অটোরিকশা চালিয়ে আয় করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।