নাজিম হোসেন, ইবি প্রতিনিধি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সাদৃশ্য কণ্ঠে নিয়োগ সংক্রান্ত ছয়টা অডিও ফাঁস হয়েছে৷ এতে সরগরম প্রশাসন ভবন। কার্যালয়ে তালা লাগিয়ে সকালে আন্দোলনও হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় দ্বিতীয় দফা এ আন্দোলনের ডাক দেন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী চাকুরীজীবি পরিষদ। এসময় তারা উপাচার্যের অপসরণ চাই ও স্লোগানে স্লোগানে বিদ্রূপ মন্তব্য করেন। এ ঘটনায় পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের থানা, গোয়েন্দা সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে উপাচার্যের কক্ষে তল্লাশি চালানো হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ, সহকারী প্রক্টর শফিকুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর জায়েদ বিপ্লব, বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের প্রধান উপ রেজিস্ট্রার শামছুল ইসলাম জোহা, নিরাপত্তা কর্মকর্তা আব্দুস সালাম সেলিম ও গয়েন্দা সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত সপ্তাহের মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপাচার্যের সঙ্গে সাংবাদিকতা বিভাগের চাকুরিপ্রাথী অলিউল রহমানের একটি কথোপকথন ফাঁস হয়। সেখানে উপাচার্যের কণ্ঠের সদৃশ্য কাউকে বলতে শোনা যায় টাকা দিয়ে হলেও দুইজন প্রার্থী সংগ্রহ করার কথা। এছাড়াও নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিষয়ক আলাপন করতে শোনা যায়। পরে আরোও একটি আইডি হতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগ সম্পর্কে বিরূপ মন্তব্য করা অডিও ফাঁস হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ বলেন, আমরা আন্দোলনরতদের সাথে কথা বলেছি। চেষ্টা করেছি তাদের আন্দোলন থামানোর কিন্তু তারা থামেনি। পরে অস্থায়ী চাকরিজীবী পরিষদের আন্দোলনের বিরতিতে প্রায় আধাঘন্টা উপাচার্য মহোদয়ের কক্ষে কোন রেকডিং ডিভাইস বা সাদৃশ্য কিছু আছে কিনা তা খুঁজেছি।
তিনি আরো বলেন, প্রায় আধাঘন্টা তল্লাশির পরো আমরা রুমে কিছুই পাইনি। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা পেলে আবারো সন্দেহভাজন জায়গাতে তল্লাশি পরিচালনা করবো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘উপাচার্য হিসেবে আমার কাছে জানতে চাওয়াতে বিভিন্ন ধরনের বিষয়ে জানানো হয়। কিন্তু আমি তো প্রশ্ন করি না। আমাকে কোনো পাপ স্পর্শ করেনি, করবে না। আর আমি অর্থ বাণিজ্য করছি, এটা যদি কেউ এক কোটি ভাগের এক ভাগও প্রমাণ করতে পারে, তাহলে আমার যা শাস্তি তা মেনে নেব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।