অডিশন দিতে গিয়ে তরুণ অভিনেতার মৃত্যু

অডিশন দিতে গিয়ে তরুণ অভিনেতার মৃত্যু

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতের তরুণ অভিনেতা আমন জয়সওয়াল। শুক্রবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার সহকর্মী ধীরজ মিশ্র। জানিয়েছেন, একটি ট্রাক অভিনেতার মোটরসাইকেলে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গেই প্রাণ হারান আমন।

অডিশন দিতে গিয়ে তরুণ অভিনেতার  মৃত্যু

২২ বছর বয়সী আমন হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়। তরুণ অবস্থায় তার সুদর্শন চেহারা এবং রসিক স্বভাবে টেলিদুনিয়ায় অনেকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। ইতোমধ্যে তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে টেলি ইন্ডাস্ট্রিতে।

জানা গেছে, নতুন একটি কাজের জন্য অডিশন দিতে যাচ্ছিলেন আমন। সেখানেই যোগেশ্বরী সড়কে তার বাইকে সজোরে এসে ধাক্কা দেয় একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমন জয়সওয়ালের।

জানালা দিয়ে মুখ বের করলেই কুমির দেখতাম: চঞ্চল চৌধুরী

উত্তর প্রদেশের বালিয়া থেকে মুম্বাইতে ক্যারিয়ার গড়ার জন্য পা রেখেছিলেন আমন। ‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করার পর থেকেই দর্শকমহলে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। একজন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেন রবি দুবে, শগুন মেহেতার শো ‘উদারিয়া’র মাধ্যমে।