জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার দুই জন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে(চলতি দায়িত্বে) পদোন্নতি প্রদানপূর্বক বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পদোন্নতি প্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তা হলেন- বিশেষ শাখা (এসবি) এর উপ-পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) ও একই ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক বিশ্বাস আফজাল হোসেন, এনডিসি।
Advertisement
২৮ আগস্ট, ২০১৯ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতি প্রদান করা হয়।
একই প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে জনস্বার্থে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক(চলতি দায়িত্বে) হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


