নাটোর প্রতিনিধি: অতিরিক্ত পণ্য মজুদের দায়ে নাটোরের গুরুদাসপুরে মদন কুন্ডু নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে উপজেলার চাঁচকোড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফ আল আরেফিন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন জানান, করোনাভাইরাস সংক্রমের সুযোগে কোনও ব্যবসায়ী যাতে অতিরিক্ত পণ্য মজুদ করতে না পারে সেজন্য অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফ আল আরেফিনের নেতৃত্বে দুপুরে চাঁচকৈড় বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাল ও ডালসহ অন্যান্য ৫০ টনের বেশি অতিরিক্ত পণ্য মজুদ রাখার দায়ে মদন কুন্ডুকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।