জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ পুলিশ’র অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বদলিকৃতরা হলেন-বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদকে (বর্তমানে অধ্যয়ন শেষে পুলিশ হেডকোয়ার্টর্সে রিপোর্টকৃত) অতিরিক্ত পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি অফিস, বরিশাল, ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বর্তমানে মিশন হতে প্রত্যাগত এবং পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টকৃত) মানস কুমার পোদ্দার, পিপিএম-সেবা কে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে মিশন হতে প্রত্যাগত এবং পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টকৃত) মোহাম্মদ শাহিনুর আলম খানকে অতিরিক্ত পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি অফিস সিলেট হিসেবে বদলি করা হয়েছে।
০৭ অক্টোবর, ২০১৯ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
সূত্র : ডিএমপি নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।