জুমবাংলা ডেস্ক : বরিশালের আড়িয়ালখাঁ নদীর মীরগঞ্জ খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় যাত্রীদের বেদম মারধর করে ট্রলার থেকে নদীতে ফেলে বাঁশ দিয়ে খুঁচিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাটের ইজারাদারের লোকজনকে দায়ী করা হয়েছে। সেই মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নজরে এসেছে প্রশাসনের।
এ ব্যাপারে আলাপকালে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ‘বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয় হবে। নির্যাতন বন্ধ এবং নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।’ এদিকে, এ বিষয়ে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান।
এর আগে, গত ১৯ জুলাই ভাড়া নিয়ে বসচার জের ধরে ওই খেয়া ট্রলারে যাত্রীদের বেদম মারধর করে নদীতে ফেলে দেয়া হয়। এ ঘটনার ২ দিন পর ২১ জুলাই ভুক্তভোগী রাসেল বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই ঘটনায় তুহিন নামে একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
তবে ওই নির্যাতনের ঘটনাটি কবে ঘটেছে, সে ব্যাপারে স্থানীয় কেউ নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না। জহিরুল ইসলাম খান রাসেল নামে এক ব্যক্তির ফেসবুকে পোস্ট করা ১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ৫ জন মিলে ওই দুই জনকে বেদম কিলঘুষি দিচ্ছে। এদের একজন স্যান্ডেল দিয়ে তাদের পেটায় এবং লাথি দেয়।
ঘটনাটি কবে এবং কখন সে বিষয়ে ওই পোস্টে কিছু লেখা হয়নি। ঘটনাটি ঘটেছে মাঝ নদীতে পাড়পাড়কারী খেয়া ট্রলারের উপরে। ওই ট্রলারে কয়েকজন যাত্রী থাকলেও ভয়ে তারা প্রতিবাদ কিংবা তাদের রক্ষা করতে যায়নি। কাছাকাছি দূরত্বে থাকা আরেকটি ট্রলারের যাত্রীরাও এই ঘটনা প্রত্যক্ষ করেছে। তবে তারাও তাদের রক্ষা করার কোন চেষ্টা করেনি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel