জুমবাংলা ডেস্ক দেশে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় বাস ভাড়া বাড়িয়েছে বাস মালিকরা। তবে বাড়তি ভাড়ার চেয়েও বাসের হেলপার-চালক বেশি ভাড়া নিচ্ছেন এতে বেশ কয়েকটি বাসে জরিমানা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করা বাসে অভিযান চালায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত। মহাখালীসহ বেশ কয়েকটি জায়গায় দুপুরের পর থেকে পরিচালিত হয় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম। অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) সারোয়ার আলম।
বিআরটিএ কর্মকর্তারা বাসের যাত্রীদের অভিযোগের বিষয় সম্পর্কে অবহিত হন। যাত্রীরা এ সময় অভিযোগ করেন, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা হলেও বিভিন্ন ক্ষেত্রে ১৫ থেকে ২০ টাকা আদায় করছে বিভিন্ন পরিবহন।
অভিযান চলাকালে বাসের যাত্রীরা আরও অভিযোগ করে বলেন, উইনার ও দেওয়ান পরিবহনে যেকোন জায়গা থেকেই ওঠা হোক না কেন ১০ টাকার পরিবর্তে ২০ টাকা নেওয়া হচ্ছে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা হওয়ার পরও স্বল্প দূরত্বের যাত্রীদের কাছ থেকেও তারা বাড়তি ভাড়া আদায় করছেন। চালক ও তার সহকারীসহ পরিবহন সংশ্লিষ্টরা তাদের মনমতো ভাড়া নির্ধারণ করে যাত্রীদের পকেট কাটছেন বলেও অভিযোগ করেন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া না দেওয়া হলে বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, নয়তো বাসে উঠতে বাধা দেওয়া হচ্ছে।
বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) সরোয়ার আলম বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে তা ফিরিয়ে দেওয়া হচ্ছে। বাড়তি আদায়ের বিষয়ে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।