Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home অতিশীতল তাপমাত্রা যে পদ্ধতিতে তৈরি হয়
    বিজ্ঞান ও প্রযুক্তি

    অতিশীতল তাপমাত্রা যে পদ্ধতিতে তৈরি হয়

    Yousuf ParvezJanuary 4, 20254 Mins Read
    Advertisement

    কোনো কিছুর তাপমাত্রা বাড়ানো সহজ। যে বস্তুর তাপমাত্রা বাড়াতে চান, সেটা বেশি তাপমাত্রার কোনো বস্তু বা তাপের উৎসের কাছে রাখলেই হলো। স্বাভাবিক নিয়মে বেশি তাপমাত্রার অঞ্চল থেকে কম তাপমাত্রার অঞ্চলে তাপ প্রবাহিত হয়। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে এটা জানা যায়। এ জন্য আলাদা করে কাজ করতে হয় না। এর মানে, উষ্ণ পরিবেশ বা কাছাকাছি কোনো উত্তপ্ত বস্তু বা তাপীয় উৎস থাকলে ঠান্ডা বস্তু উষ্ণ হবে স্বাভাবিকভাবেই।

    অতিশীতল তাপমাত্রা

    কিন্তু কোনো বস্তু ঠান্ডা করা বেশ ঝামেলার। এমনিতে পরিবেশের তাপমাত্রার চেয়ে বস্তুর তাপমাত্রা বেশি হলে সমস্যা নেই। সেই তাপ আপনাতেই ছড়িয়ে পড়বে পরিবেশে। কিন্তু পরিবেশের তাপমাত্রা বস্তুর চেয়ে কম না হলে সেই বস্তু ঠান্ডা করা স্বাভাবিকভাবে অসম্ভব। অর্থাৎ আপনাতেই সেটা হবে না।

    কারণটা তো বুঝতেই পারছেন—উত্তপ্ত বস্তুতে শক্তি বেশি থাকে, তাই বস্তুটি তা চারপাশে ছেড়ে দিয়ে একটা ভারসাম্যে আসতে চেষ্টা করে। অন্যদিকে শীতল বস্তুর শক্তি কম। সেটার তাপমাত্রা বাড়ানোর মানে, তাকে শক্তি দিতে হবে বাইরে থেকে। মহাবিশ্বের মৌলিক নিয়মগুলোর একটি এটি।

       

    স্বাভাবিকভাবে না হলেও বিজ্ঞানের কল্যাণে এখন আমরা ঘরের মধ্যেই পরিবেশের চেয়ে কম তাপমাত্রা তৈরি করতে পারি। এয়ার কন্ডিশনিং, ফ্রিজ বা রেফ্রিজেটরের সাহায্যে এটা এখন আর বড় কোনো ঘটনা নয়। কিন্তু, আগেই যা বলেছি, এসব যন্ত্রের মাধ্যমে বস্তুকে ঠান্ডা করার জন্য প্রয়োজন বাড়তি শক্তি।

    বাইরে থেকে অতিরিক্ত শক্তি দেওয়ার মাধ্যমে বস্তুকে পরিবেশের চেয়ে ঠান্ডা করা সম্ভব। এ ক্ষেত্রে একটি সর্বনিম্ন তাপমাত্রা আছে। বেশির ভাগ এয়ার কন্ডিশনিং যন্ত্র সর্বনিম্ন ২০ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ৬.৬৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কম তাপমাত্রা তৈরি করতে পারে না। ফ্রিজের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াস।

    দৈনন্দিন জীবনে এর চেয়ে বেশি ঠান্ডা করার দরকার পড়ে না। তবে বৈজ্ঞানিক নানা গবেষণায় তা দরকার হয়। যেমন ধরুন, কোনো অণু বা পরমাণুকে অনেক শীতল করতে হবে। কী করা যায়? রসিকতা করে কেউ ভাবতেই পারেন, কেন, বিশেষ ফ্রিজে রাখলেই তো হয়! ভাবতে থাকুন, আমরা আগে বিষয়টা একটু বুঝে নিই।

    ১৮ শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশ পদার্থবিদ উইলিয়াম টমসন (আরেক নাম, লর্ড কেলভিন) গ্যাসের আয়তন এবং তাপমাত্রার সম্পর্কের ওপর ভিত্তি করে তাপমাত্রা নির্ণয়ের নতুন একধরনের মানদণ্ড উদ্ভাবন করেন। এ মানদণ্ড বা স্কেলের নাম কেলভিন স্কেল। এ স্কেলের ০ ডিগ্রি তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা।

    কারণ এ তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়ে যাওয়ার কথা। এর চেয়ে কম তাপমাত্রায় পৌঁছানোর আর উপায় থাকে না তখন। তাত্ত্বিকভাবে অতি শীতল এ তাপমাত্রার অস্তিত্ব থাকলেও বাস্তবে কোনোভাবেই পরম শূন্য তাপমাত্রা অর্জন করা যায় না।

    বস্তুর তাপমাত্রা হলো এতে থাকা পরমাণুগুলোর নড়াচড়া বা কম্পন শক্তির (বা পরমাণুর গতিশক্তির) পরিমাপ। তাত্ত্বিকভাবে পরম শূন্য তাপমাত্রায় বস্তুর মধ্যে থাকা পরমাণু এবং পরমাণুতে থাকা কণার গতি একেবারে থেমে যাওয়ার কথা। কিন্তু হাইজেনবার্গের বিখ্যাত কোয়ান্টাম অনিশ্চয়তার নীতি থেকে দেখা যায়, তাত্ত্বিকভাবে পরম শূন্য তাপমাত্রায় কখনোই পৌঁছানো সম্ভব নয়। একটু ব্যাখ্যা করা যাক।

    পরমাণু এবং পরমাণুতে থাকা কণাগুলোর গতি শূন্য হলে এদের অবস্থান ও গতি—দুটোই একসঙ্গে নির্ণয় করা যাবে নিশ্চিতভাবে। কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী, এটি পুরোপুরি অসম্ভব। এটা শুধু যান্ত্রিক সীমাবদ্ধতা নয়, প্রকৃতির মৌলিক নিয়ম। তা ছাড়া পরমাণুর জগত বা কোয়ান্টাম সিস্টেম একটি সর্বনিম্ন শক্তির ওপর ভিত্তি করে টিকে থাকে। কোনো পরমাণু একদম নিশ্চল হয়ে পড়ার অর্থ, এর শক্তি একদম শূন্য হয়ে যাওয়া। এ কারণেই পরমাণুর নড়াচড়া বা কম্পন একদম শূন্য করে ফেলা যায় না।

    পরম শূন্য তাপমাত্রা তৈরি করা না গেলেও এর কাছাকাছি তাপমাত্রায় পৌঁছাতে পারেন বিজ্ঞানীরা। এ জন্য পরমাণু ও এর ভেতরের কণাগুলোর গতি কমিয়ে আনা হয়। গতি কমানোর কাজে বেশির ভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় শক্তিশালী চৌম্বকক্ষেত্র। চৌম্বকক্ষেত্র ব্যবহার করে পরমাণুর নিউক্লিয়াসে থাকা নিউট্রন প্রোটনের স্পিন বা ঘূর্ণন নিয়ন্ত্রণ করা হয়। ফলে কমানো যায় পরমাণু এবং এতে থাকা কণাগুলোর গতি।

    আর গতি কমা মানেই তাপমাত্রা কমে আসা। যে যন্ত্রের সাহায্যে চৌম্বকক্ষেত্র দিয়ে পরমাণুর ভেতরের উপপারমাণবিক কণাগুলো নিয়ন্ত্রণ করা হয়, তা একটি নিউক্লিয়ার বা পারমাণবিক রেফ্রিজারেটর। (ভাবছেন, রসিকতাটা এভাবে সত্যি হয়ে গেল!) এভাবে রোডিয়াম ধাতুর তাপমাত্রা কমিয়ে ০.০০০০০০০০১ কেলভিনে নামিয়ে আনেন যুক্তরাষ্ট্রের অল্টো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সেটা ২০১৩ সালের ঘটনা।

    বিজ্ঞানীরা গবেষণার কাজে প্রায়ই এমন শীতল তাপমাত্রা তৈরি করেন। এখন পর্যন্ত মানুষের তৈরি সর্বনিম্ন তাপমাত্রা হলো এক কেলভিনের ৩৮ ট্রিলিয়নের ভাগের এক ভাগ বা ৩৮ পিকোকেলভিন (৩৮-১৫ কেলভিন)। আর ২০২১ সালে এ তাপমাত্রা তৈরি করতে সক্ষম হয়েছেন জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ও ‘যে অতিশীতল অতিশীতল তাপমাত্রা তাপমাত্রা তৈরি পদ্ধতিতে প্রযুক্তি বিজ্ঞান হয়
    Related Posts
    Mobile

    নতুন মোবাইলের সত্যতা যাচাইয়ের ১০টি কার্যকর পদ্ধতি

    September 26, 2025
    Redmi-Note-13-Pro

    এ বছরের সেরা ১০টি স্মার্টফোন, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের শীর্ষে

    September 26, 2025
    ওয়ানপ্লাস ১৫ গেমিং পারফরম্যান্স

    ওয়ানপ্লাস ১৫ : স্ন্যাপড্রাগন ৮ জেন ৫-এ ডেল্টা ফোর্স গেমে ১৬৫ এফপিএস গেমিং

    September 26, 2025
    সর্বশেষ খবর
    NYT Connections Answers And Hints

    NYT Connections Hints Today (Sept. 26, #838): All Answers and Group Clues

    House

    বাড়ি বানাতে ২৭ লাখ টাকার ঋণ পাবেন যারা — জেনে নিন বিস্তারিত

    Cow Beef

    গর্ভবতী গরুর মাংস বিক্রির সময় হাতেনাতে ধরা

    টাকার বিনিময়ে জন্ম

    টাকার বিনিময়ে জন্ম, দম্পতিদের জন্য ‘সন্তান তৈরির কারখানা’

    Mobile

    নতুন মোবাইলের সত্যতা যাচাইয়ের ১০টি কার্যকর পদ্ধতি

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কাছ থেকে শুনেছি, বাংলাদেশি রোগীদের জন্য চীনে তুলনামূলকভাবে কম

    বাংলাদেশি রোগীদের জন্য চীনে কম খরচে চিকিৎসার সুযোগ তৈরি হয়েছে

    যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়

    যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

    Naila Nayem

    আগে লাগতো ১ লাখ এখন ৪ লাখ : নায়লা নাঈম

    আই লাভ মুহাম্মদ

    এবার ‘আই লাভ মুহাম্মদ’ স্লোগানে উত্তাল ভারত, নেপথ্যে কী?

    How to watch Real Oviedo vs Barcelona

    How to Watch Real Oviedo vs Barcelona in the USA: Live Stream and TV (2025/2026 La Liga)

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.