অতীতের দু:স্বপ্নের স্মৃতির কথা বর্ণনা করেছেন মার্কিন অভিনেত্রী জেনা ক্রেমার

জেনা ক্রেমার

জেনা ক্রেমার একজন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী এবং গায়িকা। আমেরিকার বিখ্যাত টেলিভিশন সিরিজ ‘ওয়ান ট্রি হিল’ এ অভিনয় করার মাধ্যমে তিনি বেশ খ্যাতি লাভ করেছেন।

জেনা ক্রেমার

সম্প্রতি জেনা ক্রেমার তার অতীতের বিবাহ, সম্পর্ক ও ডিভোর্স নিয়ে অনেক স্পর্শকাতর তথ্য তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন যে অতীতের দু:স্বপ্নের স্মৃতি ভুলে তিনি সামনে এগিয়ে চলার চেষ্টা করছেন।

৩৮ বছর বয়সী এই মার্কিন তারকা instagram এ তার অতীতের সম্পর্কের কথা নিয়ে লিখেছেন। জেনা যাকে ভালোবেসেছিলেন সে তাকে শ্বাসরোধ এবং হত্যা করতে চেয়েছিল।

জেনা ক্রেমার সরাসরি ওই ব্যক্তির কথা উল্লেখ না করলেও তার প্রথম স্বামী মাইকেলের কথা উল্লেখ করেন। মাইকেল জেনার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালিয়েছিল বলে তিনি জানান।

অবশ্য কে তার উপর আর নির্যাতন চালিয়েছিল এ বিষয়ে তিনি মুখ খুলতে রাজি না হলেও পরবর্তী সময়ে তিনি পরোক্ষভাবে তার প্রথম স্বামী মাইকেল এর কথাই উল্লেখ করেছেন। তিনি এরপর বলেন যে তার ওপর যিনি নির্যাতন চালিয়েছিল সে জেলে যাওয়ার পর তিনি স্বাধীনভাবে জীবন যাপন করতে পারছেন।

জেনা ক্রেমার

জেনা ক্রেমার এবং মাইকেল ২০০৪ সালে ডেটিং করেন এবং তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। একটানা দুই সপ্তাহের ডেটিং এর পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মাইকেলের বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি জেনা ক্রেমারকে হত্যা করতে চেয়েছিলেন। এজন্য তার পাঁচ বছরের জেল হয়।

জেনা জানান যে, তার ওই সময়ের দিনগুলি অনেক খারাপ কেটেছে। তার প্রথম স্বামীর কাছ থেকে মুক্তি পাওয়ার পর তিনি এখন বেশ ভালো আছেন। মাইকেলকে নিয়ে তিনি আর ভাবতে চান না।

তিনি আরো বলেন যে জীবনে এখনো অনেক পথ চলা বাকি। পেছনে সব অত্যাচার এবং নির্যাতনের স্মৃতি ভুলে গিয়ে তিনি সামনে এগিয়ে যেতে চান এবং শান্তিতে জীবন উপভোগ করতে চান।