বিনোদন ডেস্ক: এবার ঈদে ইউটিউবের শীর্ষ দুই স্থান দখল করে রেখেছে কাজল আরেফিন অমির নির্মিত নাটক। বাংলাদেশ ইউটিউব ট্রেন্ডিংয়ে প্রথম স্থানে রয়েছে ‘ব্যাচেলর কোরবানি’। আর দ্বিতীয় স্থানে ‘গুডবাজ’। এ দু’টি নাটকই নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। ঈদ অনুষ্ঠানমালার এই দুই নাটক বেশ আলোড়ন তৈরি করেছে।
আর এবার ‘ব্যাচেলর’স কোরবানি’ গড়লো অনবদ্য রেকর্ড। অতীতের সব ভিউয়ের রেকর্ড ভেঙে নাটকটি মাত্র চারদিনে কোটি ভিউ অতিক্রম করেছে ইউটিউবে। আর এমন রেকর্ডে অমিসহ নাটকের পুরো টিম ভাসছে শুভেচ্ছার বন্যায়। ভক্ত-দর্শক থেকে শুরু করে সহকর্মীরাও শুভেচ্ছা জানাচ্ছে ‘ব্যাচেলর’স কোরবানি’ টিমকে। এবার এই নাটকের চরিত্রগুলো নতুন মাত্রায় হাজির হয়েছেন।
কখনো নাটকের পাশা ভাই দর্শকদের মাতিয়ে রাখেন অথবা কখনো কাবিলা। হাবু ভাই কখনো মাতান তো তার সঙ্গে শুভ। আবার বুট জুতো চুরি করে নতুন করে আনন্দ দেন শিমুল। রোকেয়া বা অন্তরা অথবা লামিয়া নতুন করে নাটকের গতিপথ তৈরি করে দেন। এবারের ঈদে নতুন এপিসোডের বিকল্প হিসেবে ব্যাচেলর পয়েন্ট তারকাদের অভিনয়ে ‘ব্যাচেলর’স কোরবানি’- তুমুল জনপ্রিয়তা পেয়েছে।
নতুন রেকর্ডের ইতিহাস গড়া বিষয়ে কাজল আরেফিন অমি বলেন, দর্শক নাটকটি এত পছন্দ করছে এটাই তো সার্থকতা। আমরা অনেক পরিশ্রম করে নাটকটি বানিয়েছি। চাঁদ রাতে ৩-৪টা পর্যন্ত এডিটিং প্যানেলে ছিলাম। ঈদের দিনেও আমাকে এডিটিং প্যানেলে বসতে হয়েছে। আপনারা জানেন আমি নিখুঁতভাবে কাজটা শেষ করার জন্য দিনের পর দিন সময় নিই। একাধিক দিন সময় নিয়ে নাটকগুলো বানিয়েছি। ভালো লাগছে দর্শকদের এত এত প্রতিক্রিয়া দেখে, আমি কথা দিচ্ছি আমার ডেডিকেশন আরও বাড়িয়ে দেবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।