স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলি এখন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার, কিন্তু ভুলে যাননি অতীত। ভুলে যাননি নিজের ক্রিকেটগুরুকে। গতকাল শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৭ উইকেটে হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচ হারলেও ঘরের মাঠে খেলতে নেমে বিরাট কোহলি মন জিতে নিয়েছেন। ম্যাচটি দেখতে মাঠে ছিলেন কোহলির পরিবার এবং তার ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। যিনি মাঠে গিয়ে কোহলির সঙ্গে দেখা করেন।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে অনুশীলন করছিলেন কোহলি। সেই সময় মাঠে আসেন রাজকুমার। তাকে দেখে কোহলি এগিয়ে আসেন। কোচের পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। রাজকুমারও তাকে আশীর্বাদ করেন। এরপর দুজনে মিলে কিছুক্ষণ আড্ডাও দিয়েছেন। এই দৃশ্য সমর্থকদের মন জয় করে নিয়েছে। কোহলি প্রথমে কোচকে প্রণাম করেন, তারপর গ্যালারির দিকে উদ্দেশ্য করে কিছু বলেন। কোহলির পরিবারের লোকজন এসেছিলেন মাঠে। হয়তো সে কথাই বলছিলেন তিনি কোচকে।
দিল্লির মাঠে খেলেই বড় হয়েছেন কোহলি। এখান থেকেই তার বিশ্বখ্যাত হয়ে ওঠা। ম্যাচ শেষে কোহলি বলেন, ‘আমার ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল এখানে। এই মাঠেই নির্বাচকরা আমার খেলা দেখেছিলেন এবং দলে নিয়েছিলেন। সেই সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আনুশকা আমার সঙ্গে বিভিন্ন ক্রিকেট সফরে যায়, সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। পরিবার আমার কাছে সবার আগে। ক্রিকেট আমার জীবনের একটা অংশ। ক্রিকেট খেলতে ভালো লাগে, তাই খেলি।’
গতকালের ম্যাচটি কোহলির জন্য আরো একটি কারণে স্পেশাল। এদিন তিনি ৫৫ রানের ইনিংস খেলার পথে আইপিএলে ৭০০০ রানের মাইলফলক পেরিয়ে যান। সেই ইনিংসটি নিয়ে কোহলি বলেন, ‘আমার ক্রিকেট ক্যারিয়ারে এই ৭০০০ রান একটা মাইলফলক। স্ক্রিনে দেখে ভালো লাগল। এটা যদি দলকে সাহায্য করে, আমি তাহলেই খুশি। আমার কাছে এই মুহূর্তটা খুব স্পেশাল, কারণ মাঠে আমার পরিবার এসেছে, কোচ এসেছে, আনুশকা এসেছে। আনুশকা আমার খেলা দেখতে স্টেডিয়ামে এলে খুব উপভোগ করি।’
দেখুন সেই মুহূর্তের ভিডিও :
A beautiful video.
Virat Kohli meeting his Childhood coach. pic.twitter.com/mIC3WAJjpj
— Johns. (@CricCrazyJohns) May 6, 2023
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।