অদ্ভুত এক আজব শখ সালমান খানের, কি সেই বিশেষ শখ?

অদ্ভুত এক আজব শখ সালমান খানের, কি সেই বিশেষ শখ?

বিনোদন ডেস্ক : কেউ ডাকটিকিট জমাতে পছন্দ করেন। কেউ আবার দেশলাইয়ের বাক্স জমিয়ে রাখেন। যত্নও করেন। যাতে নষ্ট না হয়ে যায়। নতুন দেশলাই বাক্স পেলে তা নিয়ে আসেন। কেউ আবার দেশবিদেশের কয়েন জমান। প্রাচীন কয়েনও তাঁদের সংগ্রহে থাকে।

অদ্ভুত এক আজব শখ সালমান খানের, কি সেই বিশেষ শখ?

এমন অনেক কিছুই আছে যা জমাতে ভালবাসেন মানুষজন। সকলেরই এমন জমানোর অভ্যাস না থাকলেও কারও কারও থাকে। সেই তালিকায় সেলেব্রিটিরাও রয়েছেন। সালমান খানও একটি জিনিস জমাতে ভালবাসেন। তাঁর সেই সংগ্রহ দেখলে অনেকেই অবাক হয়ে যাবেন।

সালমান খান সাবান জমাতে ভালবাসেন। শুধু ভারত বলেই নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের সাবান তাঁর সংগ্রহে আছে। তার অধিকাংশ ভেষজ এবং হাতে তৈরি সাবান।

বিশেষত ফল ও সবজির নির্যাস থেকে তৈরি সাবান সালমানের সবচেয়ে প্রিয়। সেসব সাবান তিনি জমিয়ে রাখেন বাড়িতে। আর সেসব সাবান তিনি সংগ্রহ করে বেড়ান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। এটা সালমানের খানের এক বিশেষ শখ।

বাড়িতে সালমানের নানারকম সাবান থাকবে। আর তা আছেও। বিশ্বের চেনা সাবানের বাইরে অনেক অচেনা কিন্তু অসাধারণ গন্ধযুক্ত সাবান সালমানের সংগ্রহে নাকি রয়েছে।

সালমান সেই মানুষটি যিনি ফ্লোরে এলেও নাকি সুগন্ধ ছড়িয়ে পড়ে। সালমানের এই সাবানের শখ কিন্তু কখনও বদলায়নি। তিনি এখনও সাবান বলতে পাগল। সাবানের প্রতি ঝোঁক তাঁর প্রবল। তবে সে সাবান যেমন তেমন সাবান হলে চলবে না। হতে হবে ভেষজ।