বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পৃথিবী থেকে ৬৪০ আলোকবর্ষ দূরে অদ্ভুত একটি গ্রহ শনাক্ত করেছেন বিজ্ঞানীরা, যেখানে বৃষ্টির সঙ্গে লৌহ জাতীয় তরল পদার্থ পড়ে।
ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি’র বিশাল টেলিস্কোপ দিয়ে চিলি থেকে ডব্লিউএসএপি-৭৬বি নামের ওই গ্রহটি দেখতে পেয়েছেন গবেষকেরা।
সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই গ্রহ আকারে বৃহস্পতির দ্বিগুণ। দিনের বেলায় সেখানে তাপমাত্রা ২৪০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। এই তাপমাত্রায় ধাতব পদার্থও বাষ্প হয়ে যায়!
গ্রহটির বিষয়ে জেনেভা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর ডেভিড এরেনরিখে জানিয়েছেন, সেখানে রাতের বেলায় তাপমাত্রা আবার অনেক কমে যায়।
ডেভিড এরেনরিখের ব্যাখা, ‘আমরা দেখেছি, রাতে প্রায় ১০০০-১৪০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লোহা মেঘের আকারে জমতে থাকে। তারপর বৃষ্টি হয়ে ঝরে পড়ে। সেই সঙ্গে প্রবল হাওয়া থাকে, ঘণ্টায় ১৮ হাজার কিলোমিটার বেগে।’
দিনের বেলায় ‘প্যারেন্ট স্টার’ থেকে গ্রহটি যে পরিমাণ রেডিয়েশন গ্রহণ করে, তা সূর্য থেকে পৃথিবীর তাপ গ্রহণের অনুপাতে কয়েক হাজার গুণ বেশি!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।