এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ দলের কাছে হেরে সুপার ফোরের স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে আফগানিস্তান। লিটন দাসদের বিপক্ষে ৮ রানের পরাজয় মেনে নিতে পারছেন না আফগান অধিনায়ক রশিদ খান। ম্যাচ শেষে ব্যাটিং ব্যর্থতার কথাই সামনে আনলেন তিনি।
রশিদ বলেন, শেষ পর্যন্ত ম্যাচে ছিলাম। তবে ভালোভাবে শেষ করতে পারিনি। ১৮ বলে ৩০ রান করা এখনকার যুগে খুবই সম্ভব। আমরা যে ধরনের ক্রিকেটের জন্য পরিচিত, ম্যাচের শুরুতে তা খেলতে পারিনি। যেটা খেলার জন্য আমরা এই পর্যায়ে এসেছি, সেটাই খেলিনি।
অধিনায়ক হিসেবে তিনি স্বীকার করেছেন যে দল অতিরিক্ত চাপ নিয়ে ফেলেছিল। তার ভাষায়, তখন অনেক চাপ নিয়ে ফেলেছি। পরিকল্পনা ঠিকভাবে এক্সিকিউট করতে পারিনি। এটাই আমাদের পিছিয়ে দিয়েছে।
রশিদের মতে, উইকেট ছিল ১৬০-১৭০ রানের উপযোগী। বাংলাদেশের শক্তিশালী সূচনার পরও তার বোলাররা ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল, ওরা প্রথম ১০ ওভারে প্রায় ৯০ রান করে ফেলেছিল। এরপরও আমরা ওদের ১৬০-এর নিচে রাখতে পেরেছি। বোলাররা কাজটা ঠিকঠাক করেছে।
তবে ব্যাটিং ব্যর্থতার দায় নিতে কার্পণ্য করেননি আফগান অধিনায়ক। তিনি বলেন, ব্যাটিংয়ে আমরা কিছু দায়িত্বজ্ঞানহীন শট খেলেছি। আরও দায়িত্বশীল শট খেলা উচিত ছিল। সেখানেই ম্যাচ হাতছাড়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।