গতকাল মঙ্গলবার মাহমুদউল্লাহ জানিয়েছেন, সুযোগ পেলে দেশের হয়ে এই সম্মানের দায়িত্ব মাথা পেতে নিতে প্রস্তুত তিনি। যদিও সাকিব বলেছিলেন, তরুণদের দায়িত্ব নেওয়ার সময় এসেছে। তবে অভিজ্ঞদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ছাড়া এই মুহূর্তে আর কাউকে সে জায়গায় বসানো ঠিক নয় বলে অনেকের অভিমত।
টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিবের ডেপুটি সংবাদ সম্মেলনে বলেন, ‘চ্যালেঞ্জ বলব না। অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া অনেক সম্মানের। কে কীভাবে ভাবছে এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে যদি ওই ধরনের সুযোগ আসে তাহলে কেন নয়?’
বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। এখন পর্যন্ত দেশের হয়ে ৪৬ টেস্ট, ১৮৫ ওয়ানডে এবং ৮০ টি-টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার। খেলোয়াড় হিসেবে অভিজ্ঞ হলেও নেতৃত্বে তেমন অভিজ্ঞতা নেই তার।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেছেন মাহমুদউল্লাহ। যদিও সেটা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতির কারণে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।