Advertisement
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি বিন মুর্ত্তজা। অনুশীলনে সতীর্থদের সঙ্গে ফুটবল খেললেন তিনি। সেই পর্ব সেরেই সংবাদ সম্মেলনে আসেন।
এসেই প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে মাশরাফি বললেন, ‘আমার কিছু কথা বলার আছে।’ এরপরই লিখে আনা বক্তব্য পড়তে শুরু করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটে মাশরাফি জানিয়ে দিলেন, শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডেই অধিনায়ক হিসেবে তাঁর শেষ ম্যাচ।
মাশরাফি জানিয়েছেন, এই সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন। তবে সুযোগ হলে বাংলাদেশের হয়ে খেলে যেতে চান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।