স্পোর্টস ডেস্ক: গত ১০ বছরের পারফরম্যান্স নয়, নয় রেকর্ডও! বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশ বাছতে এসব কোনও কিছুই মাপকাঠি হিসেবে ধরেননি অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার টম মুডি। এই মুহূর্তে যারা খেলতে পারবেন তাদেরকেই দলে নিয়েছেন তিনি।
বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশ থেকে তাই তো বাদ পড়েছেন মহেন্দ্র সিং ধোনি, ক্রিস গেইল এবং সাকিব আল হাসানের মতো তারকারা।
দলের অধিনায়ক নির্বাচনেও চমক রেখেছেন টম মুডি। তার দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। মুডির কথায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সফল অধিনায়ক রোহিত। চারবার ট্রফি জিতেছেন হিটম্যান।
একনজরে দেখে নেওয়া যাক টম মুডির টি-টোয়েন্টি একাদশ:
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), রশিদ খান (আফগানিস্তান), জোফরা আর্চার (ইংল্যান্ড), জশপ্রীত বুমরাহ (ভারত), রবীন্দ্র জাদেজা (ভারত, দ্বাদশ ব্যক্তি)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।