স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে টেস্টের লড়াইয়ে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। সেই প্রস্তুতি ম্যাচের জন্য শনিবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে দলে নাঈম ইসলাম, এনামুল হকের মতো ক্রিকেটারদের রাখা হয়েছে। অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে।
চট্টগ্রামে ৫ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ ও আফগানদের মধ্যে টেস্ট ম্যাচটি। তার আগে রবিবার ও সোমবার বিসিবি একাদশের বিপক্ষে খেলবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। যেটি হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে।
টেস্টে স্কোয়াডে থাকা কোনো ক্রিকেটারকে রাখা হয়নি বিসিবি একাদশের দলে। তবে ঘরোয়া ক্রিকেটের নতুন ও পুরোনো মুখ নিয়েই তৈরি করা হয়েছে স্কোয়াড।
নুরুল হাসান হাসান ৩৫ সদস্যের প্রাথমিক দলেও ছিলেন না। যা নিয়ে কিছুটা আক্ষেপও ছিল তার। তবে বিসিবি একাদশের অধিনায়ক হওয়ায় কিছুটা সান্তটা নিশ্চয়ই পাচ্ছেন।
নাঈম ইসলাম অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে। এনামুল হক, ফজলে রাব্বি, জুয়ায়ের হোসেন লিখনও জাতীয় দলের বাইরে রয়েছেন। তরুণদের মধ্যে সাব্বির হোসেন, ফারদিন হোসেন, সালাউদ্দিন শাকিলের মতো পারফরমারদের ডাকা হয়েছে এই দলে।
বিসিবি একাদশ:
ফারদিন হোসেন, সাব্বির হোসেন, আল আমিন জুনিয়র, নাঈম ইসলাম, এনামুল হক, নুরুল হাসান সোহান (অধিনায়ক), ফজলে মাহমুদ, মানিক খান, সুমন খান, সালাউদ্দিন শাকিল, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান রানা, আসাদউল্লাহ গালিব, ইরফান শুক্কুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।