অধ্যাপক আনোয়ার হোসেনের ওপর হামলায় এইচআরএফবি’র গভীর উদ্বেগ

এইচআরএফবি’র গভীর উদ্বেগ

জুমবাংলা ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের ওপর গত ৫ আগস্ট হামলার ঘটনায়হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং অধ্যাপক আনোয়ার হোসেন ও তার পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।

এইচআরএফবি’র গভীর উদ্বেগ

ঐদিন বিকাল চারটার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এই আক্রমণের ঘটনা ঘটে। তার পরিবারের অভিযোগ ‘কিছু ডানপন্থী ধর্মান্ধের’ দ্বারা অধ্যাপক আনোয়ার হোসেন এই হামলার শিকার হয়েছেন।

হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে এবং গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নাগরিকের স্বাধীনভাবে চলাফেরার অধিকারকে হুমকির সম্মুখীন করতে পারে। যে কোনো যুক্তিতে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে সংশ্লিষ্ট আইনী প্রক্রিয়ার আশ্রয় নিতে হবে।

ছাত্র-জনতার আত্মত্যাগের প্রতি সম্মান রেখে দায়িত্ব পালন করবো : প্রধান বিচারপতি

ফোরাম মনে করে, যেকোনো প্রকার সহিংসতা, বিশেষত, মব-জাস্টিস শুধু অবৈধই নয়, গনআন্দোলনকারী শিক্ষার্থী-জনতার বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার মূল চেতনার সাথে সাংঘর্ষিক। ফোরাম এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের পাশাপাশি অধ্যাপক আনোয়ার হোসেন ও তার পরিবারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছে। একইসাথে, ফোরাম, অধ্যাপক মো. আনোয়ার হোসেন এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছে।