বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিনের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) বন্দর নগরী চট্টগ্রামে দোয়া মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে তাঁর মৃতুবার্ষিকী পালিত হয়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২১ সালের এইদিনে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ড. গাজী সালেহ উদ্দিন।
আজ বাদ আসর চট্টগ্রামের পাহাড়তলী শহীদ লেইনস্থ বাসায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন মৌলভী মোঃ ইমরান হোসেন।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তা মোঃ কবির আহমদ মজুমদার, রেলওয়ে হাউজিং সোসাইটি মসজিদ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ জাফর আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমির উদ্দীন, মরহুমের ভাই গাজী ফখরুদ্দিন, কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার গাজী ফখরুদ্দিন, গাজী কামাল উদ্দিন, গাজী সাইফুদ্দিন, বাংলাদেশ রেলওয়ে হিসাব বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা গাজী তাহের উদ্দিন নকি এবং মরহুমের নাতি সাফওয়ান রহমান আরশসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতা করেন মরহুমের সন্তান গাজী সানজিদা শারমিন গাজী।
ড. গাজী সালেহ উদ্দিনের জন্ম ১৯৪৯ সালের ২৮ সেপ্টেম্বর। শহীদ পরিবারের সন্তান গাজী সালেহ উদ্দিন চট্টগ্রামের পাহাড়তলীর পাঞ্জাবী লেনে বেড়ে ওঠেন। তিনি মুক্তিযুদ্ধে শহীদ আলী করিম ও মাতা হুরমোজা বেগমের দ্বিতীয় পুত্র। তার বড় ভাই ছিলেন বিএলএফ কমান্ডার। তিনি নিজেও মুক্তিযুদ্ধে অংশ নেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে অধ্যাপনা ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব ও চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ড. গাজী সালেহ উদ্দিন রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ছিলেন। এছাড়া খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। নগরের পাহাড়তলীতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন ‘নৈতিক স্কুল’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।