বিনোদন ডেস্ক: দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু দেখিয়েছেন। বিদেশের সিনেমার মতো অ্যাকশন তার সিনেমার মাধ্যমেই দর্শক প্রথমবার দেখার সুযোগ পেয়েছেন। তিনি অনন্ত জলিল।
দীর্ঘ আট বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন এ নায়ক। ঈদ উপলক্ষে গত (১০ জুলাই) দেশের ১১৫টি হলে মুক্তি পেয়েছে অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’ সিনেমাটি। বরাবরের মতো এবারও তার সঙ্গী হয়েছেন বর্ষা। বর্তমানে সিনেমাটির প্রচার-প্রচারণা নিয়ে দেশের নানান প্রান্তে যাচ্ছেন অনন্ত-বর্ষা। এর পাশপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। এর ধারাবাহিকতায় অনন্ত জলিল ১৭ জুলাই একটি ঘোষণা দিয়েছিলেন, ১৮ জুলাই সন্ধ্যায় যমুনা ব্লক বাস্টারে সিনেমা দেখতে যাবেন এবং সেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের নামকরা সব তারকারা। তার এই আহ্বানে সাড়া দিয়েছেন স্যোশাল মিডিয়ার আলোচিত মুখ হিরো আলম।
সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে ‘দিন দ্য ডে’ সিনেমার নানান দিক নিয়ে কথা বলেন। পাঠকের জন্য সেই আলাপের চুম্বক অংশ তুলে ধরা হলো।
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে কী ভাবনা আপনার?
অবশ্যই ভালো। ঈদে যেহেতু আমাদের তিনটা সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমা প্রেমীদের সবারই কর্তব্য এই তিনটা সিনেমা দেখার। এই চেষ্টাটা আমাদের মধ্যে থাকতে হবে। আমি আজকে প্রথম ‘দিন দ্য ডে’ দেখতে আসলাম। আর অবশ্যই মানুষের ভালোবাসার কারণেই আজকে আমাদের চলচ্চিত্র দেখার আগ্রহ বাড়ছে। ওই যে অনেক মানুষ বলেন, বাংলাদেশের চলচ্চিত্র নাকি ভালো হয় না। তো ভালো চলচ্চিত্র নির্মাণ হলে যে দর্শক আসে, এটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেছে। এটা দেখে অবশ্যই ভালো লাগছে আমার।
অনন্ত জলিলের উদ্দেশে কিছু বলার আছে?
শ্রাস্ত্রে একটা কথা আছে, ‘যতটুকু গুড় দেবেন ততটুকুই মিষ্টি হবে’। ভালো সিনেমা নির্মাণ হলে দর্শক আসবে এটা আপনারাই দেখতে পাচ্ছেন। এবারের তিনটা সিনেমাই কিন্তু আলোচনায় আছে। এ রকম সিনেমা যদি আরও বেশি নির্মাণ হয় তাহলে দর্শক আরও বাড়বে বলে আমি বিশ্বাস করি। তবে আমি অনন্ত জলিল ভাইকে একটা কথাই বলতে চাই, সামনে আপনি শুধু এককভাবে সিনেমা না করে… যেহেতু আপনি সিনেমা ভালোবাসেন সেহেতু আপনি আগামীতে সিনেমা প্রযোজনাও করেন। আপনি কোটি টাকা দিয়ে ১০টা সিনেমা প্রযোজনা করেন। এটা সিনেমার জন্য আমাদের জন্য, এমনকি দেশের জন্যও ভালো হবে। আমরা আপনার সিনেমার পাশেও আছি, চলচ্চিত্রের পাশেও আছি। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, কিছু সিনেমা প্রযোজনা করেন প্লিজ।
আপনি কেন আসলেন সিনেমা হলে?
দর্শক আমাকে ভালোবাসেই বলে আমার কথা বলে, তাই আমি নিজেও তো চলচ্চিত্রের সঙ্গে জড়িত। তাই এসেছি সিনেমা দেখতে।
‘দিন দ্য ডে’র বাজেট নিয়ে আপনি কি বলবেন?
দেখেন আমরা এক টাকা খরচ হলে দুই টাকা বলি, এটা সবাই বলেন। এখন এই সিনেমার বাজেট আসলে ৮০ কোটি, ১০০ কোটি নাকি ১২০ কোটি, এটা তো আসলে আমি সঠিকভাবে বলতে পারব না। অনন্ত জলিল ভাই হচ্ছেন এই সিনেমার প্রযোজক। তিনি যেহেতু ১০০ কোটি টাকা এই সিনেমার বাজেট বলেছে তারমানে আমাদের এটাই মানতে হবে। এখন এই সিনেমার সঙ্গে জড়িত আরও যারা আছে তারাই ভালো বলতে পারবেন বাজেট কত। এটা নিয়ে আমি আসলে আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না।
৩ সিনেমা নিয়ে আপনি কি ভাবছেন?
আসলে ৩টা সিনেমাই হচ্ছে আমাদের। এখন আমাদের ৩টা সিনেমাই দেখতে হবে। কোনো সিনেমাই কারও অংশে কম না। সবাই সবার জায়গা থেকে ভালো করছেন। যদি উদাহরণ দিয়ে বলি তাহলে হচ্ছে, বাবা-মায়ের কাছে ১টা সন্তান যেমন প্রিয়, ৫টা সন্তানও তেমনই প্রিয়। কোনো সন্তানই খারাপ না। সিনেমাও হচ্ছে তাই। ১টা মুক্তি পেল নাকি ১০টা ওটা কেনো বিষয় না। সব সিনেমাই আমাদের প্রিয় বাংলাদেশের সিনেমা। এটা নিয়ে ফাইট দেওয়াও কিছু নাই যে, ‘দিন দ্য ডে’ ১০০ কোটি টাকা বাজেটের সিনেমা, পরাণ কিংবা সাইকো দুটি সিনেমা কম বাজেটের। এটা তো বলার মতো কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে সিনেমা হচ্ছে সিনেমাই। তিনটাই আমাদের বাংলাদেশি সিনেমা। তাই কম টাকায় হলেই কি আর বেশি টাকায় হলেই কি। আমি আশা করব ৩টা সিনেমার সফল হোক।
প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন দ্য ডে’। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা। এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে, তিনি সেই অংশটুকুতেই লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক। বাজেটের কারণে বেশ আগে থেকেই আলোচনায় রয়েছে ‘দিন-দ্য ডে’। মুক্তির পরেও কম আলোচনা-সমালোচনা হয়নি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel