অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা নিয়ে কঠৈার হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। আমাদের দেশে যারা ব্যক্তি শ্রেণীর আয়কর দাতা রয়েছেন তারা জুলাই থেকে অনলাইনে রিটার্ন বাধ্যতামূলকভাবে জমা দিবেন। এ ধরনের সিস্টেম করার পরিকল্পনা করা হবে বলে জানানো হয়েছে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের পক্ষ থেকে। রাজস্ব বোর্ডের মিলনায়তনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শুল্কের আধুনিকায়নে চার বছরের কৌশলগত পরিকল্পনা নিয়ে কাজ করছে রাজস্ব বোর্ড। পাশাপাশি বাণিজ্য ও আমদানি রপ্তানি কিভাবে আরো সহজ করা যায় তা নিয়ে আলোচনা হয় ওই অনুষ্ঠানে। বর্তমানে অনলাইনে রিটার্ন জমা দানের ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে তা নিয়ে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড। যারা ব্যক্তি শ্রেণীর আয়কর দাতা তাদের বাধ্যতামূলকভাবে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। তাছাড়া কর্পোরেট ট্যাক্স অনলাইনে দেয়ার বিষয়ে কাজ করছে রাজস্ব বোর্ড। অনলাইনে কর দেওয়ার ক্ষেত্রে যাতে কেউ কোনো সমস্যার সম্মুখীন না হয় সে বিষয়টি নিয়ে কাজ করছে রাজস্ব বোর্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।