জুমবাংলা ডেস্ক : ঢাকা থেকে মাত্র ৭১ কিলোমিটার দূরে নরসিংদীর বেলাব উপজেলা; শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সেখানেও অনলাইনে ক্লাস নিচ্ছেন সরকারি বিদ্যালয়গুলোর শিক্ষকরা। তবে তাতে সাড়া মিলছে না।
বেলাবর দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন জানান, ফেসবুক লাইভে ক্লাস নেয়া হলেও শতকরা ৫ জনের বেশি শিক্ষার্থী উপস্থিত হচ্ছে না। বিভিন্ন জেলায় খবর নিয়ে এমন কথাই শোনা গেল।
বাগেরহাটের খারদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসানের কাছে প্রশ্ন ছিল- কেন সে অনলাইন ক্লাসে যায় না? উত্তরে সাকিব বলে, ‘আমাদের তো বড় ফোন (স্মার্ট ফোন) নাই, তাই আমি করতে পারছি না।’
সাকিবের বাবা মোহাম্মদ শাহিনকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘করোনা ভাইরাসের জন্য ঠিকমতো বাড়িভাড়াই দিতে পারি না, ফোন কিনব কীভাবে?’
সাকিবুলের মা সালমা বেগম বলেন, ‘বাসায় বসে ছেলে ক্লাস করার সুযোগ পাইতেছে না। পড়াশোনায় পিছায় যাইতেছে।’
বেলাবর দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসলাম বলেন, ‘কতজনের স্মার্টফোন আছে? ৫ বা ১০ ভাগ অভিভাবকের হয়ত স্মার্টফোন আছে, কিন্তু কতজন অভিভাবক শিক্ষার্থীকে মোবাইল দিচ্ছে? কতজনের বাড়িতে ওয়াইফাই আছে? দিনে ৪টা ক্লাস হয়, ২৫ মিনিট করে ১০০ মিনিট। সেজন্য নেট কিনতে তো টাকা লাগে। এ টাকা তাদের কাছে নাই।’
নেটওয়ার্ক সমস্যা, বিদ্যুৎ বিভ্রাটও অনলাইন ক্লাসে উপস্থিতির হার কমিয়ে দিচ্ছে বলে জানান শিক্ষকরা। ‘আমরা খুব বেশি শিক্ষার্থীর সাড়া পাচ্ছি না। কটা ক্লাস নিলে দেখা যায় তিন-চারজন ক্লাসটা করতে আসছে,’ বলেন ইসলাম।
করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারীর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ঢাকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইনে ক্লাস শুরুর পর সরকারও সেই পথে এগোয়। বিপুল সংখ্যক শিক্ষার্থীর ক্ষতি পুষিয়ে নিতে সংসদ টিভিতে ক্লাস চালু রাখার পাশাপাশি শুরু হয় অনলাইন ক্লাস। তাদের এই পিছিয়ে পড়া গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বাড়িয়ে দেবে বলে সতর্ক করেছেন শিক্ষাবিদরা।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার শালমারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বাইজিদ বলে, অনলাইন ক্লাস তাদের ধারণার বাইরে। ‘গ্রামে একশটা বাড়ির মধ্যে একটা বাড়িতে টিভি আছে। সেজন্য সংসদ টিভিতে ক্লাস দেখতে পারি না। ইন্টারনেটও খুব দুর্বল। স্কুল খুলে দিলেই আমাদের ভালো হয়।’ সূত্র : মানবকন্ঠ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।