জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকার বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ প্রণয়ন করতে যাচ্ছে। নতুন অধ্যাদেশে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে।
Table of Contents
উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়া উপস্থাপন
মঙ্গলবার (৬ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান। তিনি বলেন, খসড়া অধ্যাদেশে কিছু সংশোধন আনা হবে এবং চলতি সপ্তাহেই এটি গেজেট আকারে প্রকাশ হতে পারে।
নতুন অধ্যাদেশের গুরুত্বপূর্ণ দিক
নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’-এ সাইবার স্পেসে নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
এছাড়া কুখ্যাত ৯টি ধারা বাতিল করা হয়েছে, যেগুলোর আওতায় ৯৫ শতাংশ মামলা হয়েছিল। এসব মামলাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
মত প্রকাশ ও ধর্মীয় ঘৃণার বিরুদ্ধে বিধান
মত প্রকাশের ক্ষেত্রে দুটি অপরাধ অপরিবর্তিত রাখা হয়েছে:
নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতনমূলক কনটেন্ট প্রকাশ ও হুমকি প্রদান
ধর্মীয় ঘৃণা ছড়ানো, যা সহিংসতা উসকে দেয়
ধর্মীয় ঘৃণার সংজ্ঞা আরও স্পষ্ট করা হয়েছে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় বা হয়রানির সুযোগ না থাকে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও মামলা বাতিলের বিধান
দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সাইবার অপরাধকে শাস্তিযোগ্য করা হয়েছে।
মামলার ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী, আমলি আদালতের ম্যাজিস্ট্রেট যদি দেখেন কোনো মামলার ভিত্তি নেই, তাহলে তিনি প্রিট্রায়াল স্টেজেই ২৪ ঘণ্টার মধ্যে মামলা বাতিল করতে পারবেন।
বাতিল হওয়া বিতর্কিত ধারা
বিলুপ্ত হওয়া ধারাগুলোর মধ্যে রয়েছে:
মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জাতীয় শহীদ বা জাতীয় পতাকা বিষয়ে বিদ্বেষ ও বিভ্রান্তিমূলক প্রচারণার বিধান
মানহানিকর তথ্য প্রকাশ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন বক্তব্য
আক্রমণাত্মক বা ভীতিকর তথ্য প্রকাশ
এসব ধারায় অনেক সাংবাদিক ও সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছেন, যা এখন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।