জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে মূল্য সংযোজন কর (ভ্যাট) ফেরত বা রিফান্ড প্রক্রিয়া চালু করেছে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে হয়রানি কমানোর লক্ষ্যেই এই অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) এক প্রজ্ঞাপন জারি করে এনবিআর জানিয়েছে, এই মডিউলের মাধ্যমে অনলাইনে ভ্যাট রিফান্ড আবেদন গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা সম্ভব হবে। যখন কোনো ব্যবসায় প্রতিষ্ঠান কাঁচামাল বা সেবা ক্রয় করে, তখন ইনপুট ভ্যাট প্রদান করে। পরবর্তীতে সেই পণ্য বা সেবা বিক্রি করলে গ্রাহকের কাছ থেকে আউটপুট ভ্যাট গ্রহণ করে। যদি ইনপুট ভ্যাট আউটপুট ভ্যাটের চেয়ে বেশি হয়, ব্যবসা প্রতিষ্ঠান অতিরিক্ত ভ্যাট রিফান্ডের জন্য দাবি করতে পারবে।
এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, ‘ভ্যাট রিফান্ডের অর্থ সরাসরি করদাতার ব্যাংক হিসাবে স্থানান্তরের জন্য অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু হয়েছে। এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চলমান ডিজিটালাইজেশন কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। জাতীয় রাজস্ব বোর্ডের সব কার্যক্রম ধীরে ধীরে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।’
এ পর্যন্ত ব্যবসায়ীরা ভ্যাট রিফান্ড না পাওয়ার অভিযোগ করতেন এবং এনবিআরের সঙ্গে বৈঠকে নিয়মিত এ দাবি তুলতেন। এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান ব্যবসায়ীদের ভ্যাট রিফান্ড প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভ্যাট রিটার্ন সম্পূর্ণ অটোমেশনে যাবে। ভ্যাটে কোনো পেপার রিটার্ন নেওয়া হবে না। সার্ভারের চাপ কমাতে ব্যবসাভেদে রিটার্ন দাখিলের শর্ত শিথিল করা হয়েছে।’
বিদ্যমান ভ্যাট ব্যবস্থাপনার ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভাস) এবং অর্থ বিভাগের আইবাস প্ল্যাস প্ল্যাসের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা হবে। করদাতার প্রাপ্য ভ্যাট রিফান্ডের অর্থ বিইএফটিএন-এর মাধ্যমে সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।
অনলাইন প্রক্রিয়া
এনবিআর সূত্র জানায়, নতুন মডিউলের মাধ্যমে করদাতা অনলাইনে মূসক রিটার্নের মাধ্যমে তার প্রাপ্য ভ্যাট রিফান্ডের আবেদন দাখিল করতে পারবেন। সংশ্লিষ্ট মূসক কমিশনারেট আবেদনটি যাচাই-বাছাই করে ভ্যাট রিফান্ড অনুমোদন করবে এবং আইভাস আইভাস প্ল্যাস প্ল্যাসের মাধ্যমে বিইএফটিএন ব্যবহার করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করবে। এই পদ্ধতিতে করদাতাদের আর ভ্যাট অফিসে গিয়ে আবেদন বা চেক গ্রহণ করতে হবে না, ফলে সময় ও খরচ বাঁচবে এবং রিফান্ড প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হবে।
পূর্বে অনলাইনে বা ম্যানুয়াল পদ্ধতিতে হার্ডকপিতে দাখিলকৃত সব অনিষ্পন্ন রিফান্ড আবেদনের জন্য করদাতাদের আইভাস সিস্টেমের মাধ্যমে অনলাইনে মূসক-৯.১ ফরমের মাধ্যমে নতুন করে আবেদন দাখিল করতে হবে।
এছাড়া, নতুন মডিউলটি যথাযথভাবে ব্যবহার করে করদাতাদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে এনবিআর ইতোমধ্যে সব ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে। করদাতারা সংশ্লিষ্ট মূসক কমিশনারেটে যোগাযোগ করে অনলাইনে ভ্যাট রিফান্ড প্রাপ্তির বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা নিতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



