বর্তমানে তথ্য এবং প্রযুক্তির দুনিয়াতে আমরা অনেকেই অনলাইন স্ক্যামিং এর শিকার হয়ে থাকি। অনেক অসাধু ব্যক্তিরা আমাদের এবং আমাদের পরিবারকে স্ক্যামিং এর মাধ্যমে প্রতারিত করার চেষ্টা করে। আজকের আর্টিকেলে আলোচনা করা হবে কীভাবে আপনি অনলাইন স্ক্যামিং এর হাত থেকে বাঁচতে পারেন।
আপনি যখন আপনার পরিবার থেকে দূরে থাকবেন তারা যে পদ্ধতির মাধ্যমে আপনার সাথে টেক্সট, অডিও এবং ভিডিওতে সংযুক্ত হবে তা সুনির্দিষ্ট করে রাখুন। স্ক্যামিং এর হাত থেকে বাঁচতে হলে আপনার স্মার্টফোন এ সকল প্রাইভেসি ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।
যারা সাইবার-ক্রাইম করে তারা যেনো আপনাকে টার্গেট করতে না পারে সে ব্যবস্থা করতে হবে। ফেসবুক-টুইটারের মত সোশাল মিডিয়ায় আপনার প্রোফাইল প্রাইভেট করাই উত্তম। আপনার সামাজিক মাধ্যমে লোকেশন ও কন্টাক্ট এর তথ্য মুছে ফেলুন।
আপনার ফেসবুক প্রোফাইল ও পোস্ট কে কে দেখতে পারবে ও কারা পারবে না এ বিষয়টি নিশ্চিত করুন। ‘Friends’ বা ‘Only Me’ অপশন নির্বাচন করে ফেলুন।
ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে কেউ যেনো আপনাকে রিকুয়েস্ট দিতে না পারে সেজন্য সেটিং অপশন থেকে ‘Don’t Receive Request’ ফিচারটি নির্বাচন করুন।
Whats app এ আপনার ব্যক্তিগত তথ্য ও স্ট্যাটাস কে দেখতে পারবে ও কে পারবে না এ বিষয়ে আপনাকে ভাবতে হবে। সেটিং থেকে Account and Limitation অপশন এ যেয়ে ঠিক করে দিন কারা কারা আপনাকে গ্রুপে add করতে পারবে ও কারা কারা পারবে না।
গুরুত্বপূর্ণ ফোন নাম্বার পরিচয় সহ কন্টাক্ট লিস্টে সেভ করে রাখুন। এতে করে Unknown Number শনাক্ত করতে পারবেন। অপরিচিত ব্যক্তিদের ভয়েস মেইলে যোগাযোগ করুন ও তাদের পরিচয় সম্পর্কে জানতে চেষ্টা করুন।
প্রতারণার চেষ্টা করে এরকম নাম্বার ব্লক করে দিন। Android ও আইফোনের প্রায় সব Applications এ প্রাইভেসি অপশন থাকে। সর্বোচ্চ প্রাইভেসি অপশন এ অভ্যস্ত হওয়ার চেষ্টা করুন।
বর্তমান নানা ঘটনা নিয়ে স্ক্যামাররা আপনাকে বিভ্রান্ত করবে। নানা ইমার্জেন্সি ঘটনার কথা বলে অর্থ চাইবে। অনিরাপদ জায়গায় আপনার ক্রেডিট কার্ড বা Bank Account এর তথ্য প্রবেশ করাবেন না।
আপনার সকল আইডি ও পাসওয়ার্ড অন্য কাউকে দেখতে দিবেন না। কোন বিষয় নিয়ে সন্দেহ করলে অভিজ্ঞ কারও সহায়তা নিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।